মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মৎস্য অবতরণ কেন্দ্র কার্যক্রম চালুকরণ সক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর পরিচালক ( অর্থ) ও যুগ্ম- সচিব মোঃ মনজুর হাসান ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের পিডি ও যুগ্ম – সচিব মোঃ খোরশেদ আলম, ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। আজ থেকে ভৈরবের মৎস্য অবতরণ কেন্দ্রটি চালু করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিপ্রাপ্ত হাওরের মাছ সংরক্ষণ, বিতরণ, বিপনণের জন্য এই কেন্দ্রটি ভৈরবে ২০ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা ব্যয় করে নির্মাণ করা হয়। কেন্দ্রটি নির্মাণ করেন ভৈরবের ঠিকাদার মমিনুল হক প্রতিষ্ঠান। ভৈরবের ফেরিঘাট এলাকায় মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এই কেন্দ্রটি নির্মাণের ফলে ভৈরবে মাছের ব্যবসার উন্নয়ন ঘটবে। এতে হাওর অঞ্চল থেকে ভৈরবে আসা মাছ বাছাই, প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং করতে সহজ হবে। কেন্দ্রটিতে ৩৫ টি দোকান, আইস ক্রাসার, মেশিনরুম, ট্রাক পার্কিং এরিয়া, জেনারেটর, প্যাকিং শেড, কিউসি ল্যাব রয়েছে। ভৈরব মেঘনা পারের ফেরিঘাট এলাকার ০.২৭৫২ একর জমিতে ৬১০০ বর্গফুটের মধ্য ভবনটি নির্মাণ করা হয়। কেন্দ্রটি নির্মাণের ফলে কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে কর্মকর্তারা জানান। আজকের অনুষ্ঠানে ৩৫ দোকানের মধ্য ১৩ টি দোকান বিভিন্ন মৎস্য ব্যবসায়ীকে বরাদ্দ দেয়া হয়।বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান কাজী হাসান আহমেদ অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভৈরবে মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মান করা হয়। দেশের সুনামগন্জ ও নেত্রকোনার মোহনগন্জে আরও দুটি কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ভৈরবে রয়েছে বৃহৎ মৎস্য আরত। কিন্ত সঠিক ব্যবস্থাপনার অভাবে প্রতি বছর অনেক মাছ নষ্ট হয়। একারনে ভৈরবে এই কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এখন থেকে আর মাছ নষ্ট হবেনা। তিনি বলেন শীঘ্রই ভৈরবে ফ্রিজিং ব্যবস্থাপনার জন্য আরেকটি কেন্দ্র নির্মাণ করা হবে। তিনি ভৈরবের মানুষের সহযোগীতা কামনা করেন।
Related Articles
ভৈরবে কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ৪তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন
রাসেদুজ্জামান রাসেল: আজ সোমবার ২৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ভৈরব উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুল্লাহ মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম সেন্টু, আমন্ত্রিত অতিধি হিসেবে ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগ এর […]
ওয়াসার পানিতে ব্যাকটেরিয়া ও মলের জীবাণু
ঢাকা, ৪ জুলাই – ঢাকা ওয়াসার ১০টি মডস জোনের মধ্যে চারটি জোন এবং সায়েদাবাদ ও চাঁদনিঘাট এলাকা থেকে সংগৃহীত পানির ৮টি নমুনাতে দূষণ পেয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটি। এসব এলাকার পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও উচ্চ মাত্রার অ্যামোনিয়া পাওয়া গেছে। এছাড়াও কিছু-কিছু নমুনাতে মলের অস্তিত্ব পাওয়া গেছে। বুধবার (৩ জুলাই) এই প্রতিবেদন জমা দেওয়া হয় বলে […]
মনোহরদীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৩০
সমাধান টিভি : নরসিংদীর মনোহরদীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করে পুলিশ। এতে পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আজ রবিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার হাফিজপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি। জানা যায়, খুন, গুম ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ […]