মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধি: ভৈরবে মেঘনা নদী থেকে হাত পা বাঁধা পৃথক পৃথক ২ যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-থানা পুলিশ । বৃহস্পতিবার বেলা ১১ টায় শহীদ আবদুল হালিম রেল সেতুর নীচে হাত-পা বাধা অবস্থায় অজ্ঞাত নামা (৩০) এর মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। কয়েক ঘন্টা পর আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় একই অবস্থায় আয়ুব আলী (৩৫) নামের আরেক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভৈরব নৌ-থানা পুলিশ । তবে সে আশুগঞ্জের বাহাদুর পুর গ্রামের মৃত আলী মিয়ার পুত্র বলে জানা গেছে । ভৈরব নৌ-থানার উপ-পরিদর্শক মো. রাসেল মিয়া জানান, আলাদা স্থান থেকে হাত-পা বাধাঁ অবস্থায় ২ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে । নিহতের মধ্যে ১ জন হলো আশুগঞ্জের বাহাদুর পুর গ্রামের মৃত আলী মিয়ার পুত্র আয়ুব আলী (৩৫) । সে চিহ্নিত নৌ-ডাকাত । তার নামে ভৈরব নৌ-থানায় ৩টি ডাকাতি সহ বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে । অপর জনের পরিচয় পাওয়া যায়নি । তবে নিহতের মাথার পিছনে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে । ধারণা করা হচ্ছে ডাকাতদের অন্তদ্বন্ধে ২ গ্রুপের সংঘর্ষে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related Articles
ক্যান্সারে আক্রান্ত শরীফ বাচঁতে চায়, একটি মানবিক আবেদন
মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমান প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভূপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে মোঃ শরিফ মিয়া (৩০) ক্যান্সারে আক্রান্ত । ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে তার কেমোথ্যারাপি চলছে। চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের শরিফ মিয়া এখন নি:স্ব। অসুস্থ শরীফ বলেন,সম্পদ বলতে যা কিছু ছিল সব বিক্রি করে […]
মুরাদনগরে আতঙ্কে ভুগছে রাণীমুহুরী সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
নজরুল ইসলাম, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলা জাহাপুর ইউনিয়নের রানীমুহুরী গ্রামে অবস্থিত ১১৬ নং রানীমুহুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আতংকে রয়েছে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা। জানা যায়,সাম্প্রতিক সময়ে স্কুলের সামনে রাস্তা থাকায় স্প্রিড ব্রেকার দেওয়া হয়েছিল। স্পিড ব্রেকার দেওয়ায় এখন যান চলাচল করেন মাঠ দিয়ে। স্কুল চলাকালীন বিরতিতে খেলাধুলা করার সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে […]
চট্টগ্রামে আগুনে শতাধিক ঘর ও দোকান পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ইপিজেড রেলগেট এবং কোতয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে শতাধিক ঘর, দোকান পাট এবং গুদাম পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোরের দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ভোরে নগরীর […]