ভৈরব প্রতিনিধি : ভৈরবে জমি সংক্রান্ত বিরোধের জেরে
নিজ গৃহে অগ্নিসংযোগে প্রতিপক্ষকে ফাসাঁনো মিথ্যা মামলা , বিভিন্ন
সাজানো ঘটনা দিয়ে ফাসাঁনো ও হয়রানী করায় জামাল গংদের বিরুদ্ধে সংবাদ
সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ইকবাল মিয়া,নুরহোসেন ও তার পরিবারের সদস্যরা । আজ
রোববার দুপুরে জগন্নাথপুরে ভোক্তভোগী ইকবাল মিয়ার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে
লিখিত বক্তব্যে ইকবাল মিয়া,নুর হোসেন ও নিয়ামত বেগম অভিযোগে জানান,তার
চাচাতো ভাই জামাল গং ৫০/৬০ বছর যাবৎ তাদের কয়েক কোটি টাকার পৈত্রিক সম্পত্তি
বসতবাড়ি ও জমি জোর পূর্বক দখল করে রেখেছে । এ বিষয়ে এলাকায় ও ভৈরব থানায়
একাধিকবার সালিশী বৈঠকে তারা রায় পেলেও জামাল গংরা তাদের জমি ও বসতবাড়ির দখল
ছাড়ছেনা ।রায় অমান্য করে উল্টো তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে হয়রানী
করছে । শুধু তাই নয় গত শুক্রবার ভোরে জামাল গং তাদের নিজ গৃহে আগুন ধরিয়ে
আমাদেরকে ফাসাতেঁ চাইছে । বিষয়টি আমরা জানতে পেরে এলাকার লোকজনকে নিয়ে
প্রতিবাদ করায় আমাদেও নামে আদালতে মামলা দিবে বলে হুমকি দেয় । আমরা এখন তাদের
ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগছি । তাই প্রশাসনের নিকট জোর দাবী সুষ্ঠ তদন্ত করে যেন
আইনগত ব্যবস্থা নেয় । সংবাদ সম্মেলনে মধু মিয়া, মজনু মিয়া, বাচ্চু মিয়া, জাকির
হোসেন ভুট্রো,মাইন উদ্দিন, ফুল মিয়া,সাইদুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও
স্বজনরা উপস্থিত ছিলেন