মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধি। কিশোরগঞ্জের ভৈরবে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে হিন্দু-মুসলিম সম্প্রীতি রক্ষায় উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক, ইমাম-উলামা, ধর্মীয়গুরু, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফয়সাল হোসেন সৌরভ, চেম্বার সভাপতি আলহাজ¦ মো. হুমায়ূন কবির, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহিন, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, আলেম-উলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ আল আমিন, সার্বজনীন পূঁজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক জিতেন্দ্র চন্দ্র দাস। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, ভৈরব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এনকে সোহেল,আলেম-উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা এনায়েত উল্লাহ ভৈরবী, ভৈরব ড্রাগ এন্ড কেমিষ্ট সমিতির সভাপতি শ্রী চন্দন পাল, সাংবাদিক মো. আলাল উদ্দিন প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে কুমিল্লার একটি ঘটনাকে কেন্দ্র দেশের বিভিন্ন স্থানে হিন্দু-মুসলিম সম্প্রীতি বিনষ্টের হীনপ্রচেষ্টার নিন্দা জানান। এইসব ঘটনায় যারা জড়িত, তাদের গ্রেপ্তার করে আইনানুযায়ী কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানান। এ সময় বক্তারা ইসলামে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও জান-মালের হেফাজতে পবিত্র আল কুরআন ও হাদিসে বর্ণিত বিভিন্ন আয়াত সমূহের ব্যাখ্যা করেন। সভায় প্রশাসন, রাজনীতিবিদ, সাংবাদিক -জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হিন্দুদের রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং আলেম-উলামাগণ বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও ইসলামী আলোচনায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় কোরআন-হাদিসে বর্ণিত ব্যাখ্যার মাধ্যমে জনগণকে সচেতন করায় ভূমিকা রাখবেন বলে জানান। পুলিশ প্রশাসন যে কোনো অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে ঘোষণা দেন।
Related Articles
অসহায় মহিলার জমি দখল করে স্কুল নির্মান
কাউসার মিয়া: নরসিংদীর রায়পুরায় এক অসহায় মহিলার জমি দখল করে স্কুল নির্মান করেছে এক দল ভুমি দস্যু। মহিলার অভিযোগ এই ভুমি দস্যুদের প্রধান হচ্ছেন কোহিনুর জুট মিলস্ হাই স্কুল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুর রহমান। তিনি কোহিনুর জুট মিলস্ হাই স্কুল এর নাম ব্যবহার করে আরেকটি বিদ্যালয় স্থাপন করেন। মুল ভুমির মালিক মরহুম অধ্যক্ষ আবুল […]
মৎস্য উৎপাদনে চীন ও ভারতের পরেই বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সংস্থা এফএও এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে চীন ও ভারতের পরেই এখন বাংলাদেশের অবস্থান বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বুধবার রাজধানীর মৎস্য ভবনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তিনি জানান, বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় দেশের জনগণ এখন […]
সদর উপজেলায় জনমত জরিপে আখিঁ রাণী দাস ফুটবল মার্কায় এগিয়ে
স্টাফ রিপোটার: রাজু মিয়া।। আসছে আগামী ৩১ মার্চ আসন্ন নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাই চেয়ারম্যান পদপ্রার্থী আখিঁ রাণী দাস এ্যাকাউটিং অনার্স, মাষ্টার্স, ছাত্রলীগের সদস্য নরসিংদী সরকারী কলেজ, শহর তাঁতী লীগের সদস্য ও সমাজ সেবীকা সৎযোগ্য প্রার্থী ফুটবল মার্কায় নিয়ে জনমত জরিপে এগিয়ে রয়েছেন। জনমত জরিপি করা হয়েছে দুইটি পৌরসভা ও বিভিন্ন গ্রাম মহল্লায়।