জীবনযাপন

ভৈরবে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

মোঃছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধিঃ মুজিববর্ষের পুলিশনীতি “জনসেবা আর সম্প্রীতি”এই মন্ত্রে উজ্জিবিত হয়ে ভৈরব রেলওয়ে ষ্টেশনে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্টিত হয়েছে। আজ দুপুর বারটার সময় ভৈরব রেলওয়ে ষ্টেশনের এক নং প্লাট ফর্মে ভৈরব রেলওয়ে পুলিশের আয়োজনে সভা ও র্যালি অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃফেরদাউস আহমেদ বিশ্বাস। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু , বিশেষ অতিথি প্যানেল মেয়র ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মমিনুল হক রাজু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এ কে এম নাজমুল হক, বিশিষ্ট ব্যাবসায়ী মোস্তফা কামাল প্রমুখ। এছাড়াও ব্যাবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ , সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন,জনগণের সাথে পুলিশের স-ুসম্পর্ক রাখা, অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা, চলমান পুলিশি জনসেবার দৃড়তা বৃদ্ধি ও অপরাধ নির্মূলকল্পে জনতা-পুলিশ এক প্লাটফর্মে দাড়িয়ে সবাইকে এক সাথে কাজ করতে হবে। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি রেলষ্টেশন এলাকার আশপাশ প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *