জয়নাল আবেদীন রিটন:
ভৈরবে ১৬৫ বোতল ফেন্সিডিল, ১৬ কেজি গাঁজা ও ১ টি এ্যাম্বুলেন্স‘সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যগণ। আটককৃতরা হলো ঃ কিশোরগঞ্জের বাজিতপুর থানাধিন জাফরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ইনসান সরকার (২২) ও ব্রাহ্মণবাড়িয়ার সদন থানাধিন মেড্ডা মধ্যপাড়ার আব্দুল বাছির মিয়া ছেলে মোঃ রাজু মিয়া (২৮) । র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর বেলা ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল নাটালের মোড় এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। তথ্য মতে এ্যাম্বুলেন্সটি নাটালের মোড় এলাকায় পৌছলে এ্যাম্বুলেন্সটি আটক করা হয়। আটককৃত এ্যাম্বুলেন্সটি তল্লাশী করে এ্যাম্বুলেন্স এর বডির ভিতরে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় ১৬৫ বোতল ফেন্সিডিল, ১৬ কেজি গাঁজা‘সহ, ১টি এ্যাম্বুলেন্স জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৮,১০,০০০/- টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।