মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ ৫ ডিসেম্বর, ভৈরব থানার নতুন অফিসার ইনচার্জের সাথে সাংবাদিকদের ৪ সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ রোববার সকালে থানার গোলঘরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবযোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ তারিকুল ইসলাম জুয়েল, ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ, ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি আসাদুজ্জামান ফারুক, টিভি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ আমিন, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম ভৈরবী, সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক আদিল উদ্দিন, সোহেলুর রহমান, এমএ হালিম, সোহেল সেন, জামাল উদ্দিন, এম আর রুবেল প্রমূখ।
মতবিনিময় সভায় নবযোগদানকৃত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা তার বক্তব্যে প্রথমেই সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। তিনি ভৈরবের মাদক, ছিনতাইসহ আইন শৃংখলার বিষয়ে আলোচনা করে মতামত চান সাংবাদিকদের কাছে। মাদক প্রতিরোধে তিনি সব রকমের ব্যবস্থা নিবেন বলে সভায় জানান। এছাড়া অন্যান্য বিষয়ে সাংবাদিকদের কাছে সকল প্রকার সহযোগীতা চান।উপস্থিত সাংবাদিকরা ভৈরবের আইন শৃংখলা, মাদক, ছিনতাই, পতিতা, জূয়ার বিষয় নিয়ে আলোচনা করে নতুন ওসিকে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন ও দিক নির্দেশনা দেন।