আতিকুর রহমান, স্থানীয় প্রতিনিধি:
ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশনে তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের সুপারভাইজার জাকির হোসেনকে ছিনতাইকারিরা ছরিকাঘাত করে তার সাথে থাকা মোবাইল সেট ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে। রোববার রাত আনুমানিক সাড়ে আটটার সময় ষ্টেশনে পূর্ব দিকে এ ঘটনা ঘটে। জাকির হোসেনের চিৎকারে ছিনতাইকারিরা তখন পালিয়ে যায়। মুমুর্ষ অবস্থায় স্থানিয়রা জাকির হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ চিহ্নিত ছিনতাইকারি মনির হোসেন ও তার সহযোগী তারেককে আমলাপাড়া এলাকা থেকে রাতেই গ্রেফতার এবং ছিনতাই হওয়া মালামালসহ ছিনতাইকারিদের কাছ থেকে ধারালো তিনটি অস্ত্র উদ্দার করেছে পুলিশ।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদাউস আহাম্মদ বলেন ভৈরব ষ্টেশনের প্লাটফরমে তিতাস কমিউটার টেনের সুপার ভাইজার জাকির হোসেনকে ছিনতাইকারিরা ছুরি দিয়েএকধিক আঘাত করে মারাতœক জখম করে। খবর পেয়ে অঅমরা ছিনতাইকারিদের আটক করতে সক্ষম হই। তাদের কাছ থেকে জাকির হোসেনের মালামাল উদ্ধার করি এবং তিনটি দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করি। এ ব্যপারে ভৈরব রেলওয়ে থানায় জাকির হোসেন ও পুলিশ বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছে।