ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মুন্সির বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট গ্রামের মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক আফরিন আহমেদ হ্যাপী মামলাটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, চিলোকূট গ্রামের বাসিন্দা ইসমাইল মুন্সি চিলোকূট মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। তার বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে ২০১৯ সালের জুন মাসে তার ছেলে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সিকে কোষাধ্যক্ষর দায়িত্ব দেওয়া হয়। এরপর মসজিদ ফান্ডের ৭ লাখ ৯ হাজার টাকা নিজের কাছে নিয়ে নেন সোহেল। এজহারে আরও বলা হয়, মসজিদের পুননির্মাণ কাজ শুরু হলে কমিটির লোকজন সোহেলের কাছে ফান্ডের টাকা দিতে বলেন। কিন্তু টাকা না দিয়ে ঘুরাতে থাকেন তিনি। সর্বশেষ গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) কমিটির লোকজন টাকা ফেরত দিতে বললে মসজিদের পাওনা অস্বীকার করেন সোহেল। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সোহেল কমিটির সাধারণ সম্পাদক ইকবালসহ কয়েকজনকে মারধর করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মহিউদ্দিন স্বপন জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে সদর মডেল থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
Related Articles
ভৈরব বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা
মো: রফিকুল ইসলাম রুবেল ভৈরব প্রতিনিধি :- কিশোরগঞ্জের ভৈরব পৌর বাস টার্মিনালের ভেতরে বাস চাপায় তায়েব (২২) নামে এক পরিবহণ শ্রমিক মারা গেছেন। তাঁর পরিবারের দাবি—এটি হত্যাকাণ্ড। মাদক নিয়ে বিরোধে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অভিযোগ তায়েবের মামার। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তায়েব ঢাকা-মহাখালি রোডের চলনবিল সার্ভিসের হেলপার ছিলেন। […]
ইউএনও’র বউয়ের গাড়িতে প্রাণ গেলো সাংবাদিকের, বিএমএসএফ এর গভীর শোক প্রকাশ ও বিচার দাবি
মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের বউযের গাড়ির ধাক্কায় সিংড়ার সাংবাদিক সোহেল আহমেদ জীবন মারা গেছেন। সরকারী গাড়িটি নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সুখময় রায়ের স্ত্রী মানসি দত্ত মৌমিতা জোর করে ব্যবহার করতেন। আর সেই জীপ গাড়িতে করে তিনি ভ্রমনে যাবার পথে আনাড়ি ড্রাইভারের ধাক্কায় মোটর সাইকেলে থাকা সাংবাদিক সোহেল আহমেদ […]
ভৈরবে মাদক সংক্রান্ত বিরোধের জেরে মসজিদের নৈশ্য প্রহরী খুন
মো: রফিকুল ইসলাম রুবেল, ভৈরব প্রতিনিধিঃ ভৈরবে মাদক সংক্রান্ত বিরোধের জেরে মসজিদের নৈশ্য প্রহরী মো.কামাল মিয়া (৪৫) কে কুপিয়ে হত্যার ঘটবায় ৪ জন কে গ্রেফতার করেছে র্যাব- ১৪,সিপিসি ৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।গ্রেফতার কৃতরা হল-ভৈরবপুর উত্তর পাড়ার ওহিদ মিয়ার পুত্র মুকৃতাদির( ২৪), কমলপুর ঘোরা কান্দার মারফত আলীর ছেলে ফরহাদ(২৬), রতন মিয়ার ছেলে সাজন( ২৮)ও ও মৃত […]