আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটল বিমানবন্দর থেকে ছিনতাই হওয়া বিমানটি পাগেট প্রণালীতে বিধ্বস্ত হয়েছে। এতে বিমান ছিনতাইকারী মারা গেছেন।
হরাইজন এয়ারের সহযোগী আলাস্কা এয়ারলাইন্সের ‘হরাইজন এয়ার কিউ৪০০’ নামের ওই বিমানটি ছিনতাই করে রিচার্ড রাসেল নামের ওই এয়ারলাইন্সেরই এক কর্মী।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, রাসেল খুবই ভদ্র স্বভাবের একজন কর্মী ছিলেন। তার ওপর কর্তৃপক্ষের পূর্ণ আস্থা ছিল।
২৯ বছর বয়সি রাসেল তিন বছর ধরে হরাইজন এয়ারের হয়ে কাজ করছিলেন। তিনি বিমান টানা, পরিষ্কার করা ও ব্যাগ বোঝাইয়ের কাজ করছিলেন।
শুক্রবার রাতে বিমানটি ছিনতাই করে পালিয়ে যান রিচার্ড রাসেল। এর পর পরই তাকে ধাওয়া করে যুক্তরাষ্ট্রের দুটি এফ১৫ যুদ্ধ বিমান। পরে বিমানটি পাগেট প্রণালীতে বিধ্বস্ত হয় এবং রাসেল মারা যান।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি ৯০ মিনিট আকাশে ওড়ে। এরপর এটি পাগেট প্রণালীর কেট্রন দ্বীপে বিধ্বস্ত হয়। কেট্রন দ্বীপে হালকা বসতি রয়েছে।
তথ্য : বিবিসি