মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ১২ ই মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় বাজিতপুর উপজেলার অল্টারনেটিভ মেডিকেল ইনস্টিটিউট এন্ড সেইফ হেলথ দাতব্য হাসপাতালে সেইফ হেলথ প্রকল্পের প্রশিক্ষণ নিতে আগ্রহী ছাত্রদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ করেন হাসিনা অল্টারনেটিভ মেডিকেল ট্রেনিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশ অল্টারনেটিভ মেডিকেল বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মোহাম্মদ মনিরুল আলম, এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের উপ-পরিচালক ডাঃ কে এম ওমর ফারুক খান, সহকারী পরিচালক মদিনা ইসলাম, এতে ১৪ জন মেডিকেল এ্যাসেষ্টেন্ড দের মাঝে ২ লক্ষ ৪৫ হাজার টাকার ব্যাগ, খাতা , কলম,কোর্ড ফাইল,এ্যাপরোন,বই ১সেট-৬টি ,বিপি মিশিন ডায়াভেটিস পরীক্ষার মিশিন,তার্মো মিটার সহ বিভিন্ন মালামাল ফ্রি বিতরণ করা হয়।