বাংলাদেশ মানবাধিকার কমিশন কর্তৃক আয়োজিত, আলোচনা ও ইফতার মাহফিলে, প্রধান অতিথি হাজী নূর মোহাম্মদ চেয়ারম্যান ভৈরব ব্যবসায়ী পরিষদ, বিশেষ অতিথি আরেফিন জালাল রাজিব কাউন্সিলর ১১নং ওয়ার্ড, হাজী শাহজাহান মিয়া চেয়ারম্যান-দুস্ত ও প্রতিবন্ধি সংগঠন, আলহাজ আব্দুল হক বাদল সভাপতি জিলানী জামে মসজিদ পঞ্চবটি, সাবেক কাউন্সলর আক্তারুজ্জামান, এ,কে,এম, নাজমুল হক জেলা প্রতিনিধি-দৈনিক রুদ্রবাংলা, খাইরুল ইসলাম ভূইয়া-সাংবাদিক নেতা, অধ্যাপক মোতাহার হোসেন, নিজামউদ্দিন সরকার-পরিচালক চেম্বার অফ কমার্স ও মোবারক হোসেন পরিচালক চেম্বার অফ কমার্স, জাকির হোসেন পায়েল সভাপতি ৩নং ওয়ার্ড যুবলীগ, মনির হোসেন এরিয়া ম্যানাজার শক্তি, মোস্তাফিজুর রহমান ওয়াশিম-বিশেষ প্রতিনিধি somadhantv.com, বরকতউল্লাহ-সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব উপজেলা শাখা, বিশ্বজিৎ শাহা-সহসভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব উপজেলা শাখা, মো শোহেল, মোশারফ হোসেন শ্যমল, ডা. মো: হাসান মাহমুদ, রতন চন্দ্র বর্মন, তৌহিদুল আলম- সহসাধারন সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আশরাফ আলী বাবু, সভাপতিত্ব করেন আব্দুল লতিফ-সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব উপজেলা শাখা ও চেয়ারম্যান somadhantv.com, সঞ্চালনায়, মহিউদ্দিন জুয়েল সাধারণ সম্পাদক বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব উপজেলা শাখা। দোয়া পাঠ করেন খতিব, মোকলেসুর রহমান, সার্বিক সহযোগিতায় রাসেদুজ্জামান রাসেল, মনিরুজ্জামান মনির, রুবেল, জাকির, মনির হোসেন-somadhantv.com এর ক্যামেরা ম্যান। এতে আরো অন্যান্য গন্যমান্য অথিতিবৃন্দ উপস্থিত ছিলেন। somadhantv.com এর চেয়াম্যানকে ফুল দিয়ে বরণ করেন somadhantv.com এর শ্রীমঙ্গল প্রতিনিধি মো: জসিম উদ্দিন।
Related Articles
ঢাকা প্রেস ক্লাবের ৩১ সদস্য কমিটি ঘোষনা
সমাধান ডেস্ক: ঢাকা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচন ২০১৯ সফল ভাবে সম্পন্ন হয়েছে। গত কাল নির্বাচন কমিশন মাহবুব আলম আব্বাসী ঢাকা প্রেস ক্লাবের ৩১ সদস্য ঘোষনা করেন। এর আগে এ জি এম সভায় কন্ঠ ভোটে ৬৭ জন প্রার্থীর মধ্যে ৩১ জন নির্বাচিত হয়। নির্বাচিতরা হলেন সভাপতি সৈয়দ নজরুল ইসলাম (উপদেষ্ঠা সম্পাদক দৈনিক সময়ের বাংলাদেশ ), সহ-সভাপতি […]
ভৈরব রেল ষ্টেশনের প্লাটফর্মে ঝুঁকিপুর্ণ গ্যাস সিলিন্ডার, বড় ধরণের দূর্ঘটনার আশংকা
জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধিঃ ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশনের প্লাটফর্মের ভেতরে হোটেলগুলোতে ঝুকিপূর্ণ ভাবে ব্যবহার করছে জ্বলাণী হিসেবে গ্যাস সিলিন্ডার। এতে করে যে কোন সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মারত্মক দূর্ঘটনার আশংকা রয়েছে এই ষ্টেশনে। ফলে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হওয়া সহ হতাহতের আশংকাও রয়েছে। সরেজমিনে দেখা যায়, ষ্টেশনে ট্রেন থামার পর অসংখ্য যাত্রী ট্রেন থেকে নেমে […]
সন্তানকে মোটরবাইক দেওয়ার আগে ট্রেনিং ও ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান- ইলিয়াস কাঞ্চন
মো. রফিকুল ইসলাম রুবেল, ভৈরব প্রতিনিধি: ছাত্র যুবকদের মোটরবাইক কিনে দেওয়ার আগে তাদের অভিভাবকদের ট্রেনিং ও ড্রাইভিং লাইসেন্স আছে কিনা তা দেখার আহ্বান জানিয়েছেন।আজ ১৩ অক্টোবর ২০২২,বৃহস্পতিবার হাজী আসমত সরকারি কলেজ মিলনায়তনে শিক্ষার্থী- শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন […]