মাদক অভিযান

পৃথক পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৪৭ বোতল ফেন্সিডিল, ০৮.৫ কেজি গাঁজা‘সহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব

মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমান প্রতিনিধি:

পৃথক পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৪৭ বোতল ফেন্সিডিল, ০৮.৫ কেজি গাঁজা‘সহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ।
এরই ধারাবাহিকতায় ১৫ আগস্ট ২০২১ ইং তারিখ রাত আনুমানিক ২১.৪৫ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন আমতলী বাজারস্থ মায়ের দোয়া বেডিং স্টোর এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ ইয়াদ মনি (১৯), পিতা- মোঃ জসিম উদ্দিন, সাং-খাটিংগা, ২। মোঃ আব্দুর রহমান (১৯), পিতা- মোঃ শামসু মিয়া, সাং-কামালপুর, উভয় থানা-বিজয়নগর, দ্বয়কে আটক করে। এসময় ধৃত আসামীদ্বয় এর নিকট হতে ৪৭ (সাতচল্লিশ) বোতল স্কাফ উদ্ধার করে জব্দ করা হয়। একই তারিখ রাত আনুমানিক ২২.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন গোলচত্তর সংলগ্ন যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ রাজু মিয়া (২০), পিতা- মোঃ বারেক মিয়া, , ২। মোঃ শফিকুল (২৪), পিতা-মৃত ফজল হক ফারুকী, সাং-ইছাইল পূর্বপাড়া, ৩। মোঃ সুলতান মিয়া (২০), পিতা- মোঃ রিহান মিয়া কে আটক করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ০৮.৫ (আটকেজি পাঁচশত গ্রাম) মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে বলে ধৃত আসামীরা স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *