এস কে সুমন, নরসিংদী: গত ১০ই ডিসেম্বর রোজ শুক্রবার নরসিংদীর পুরান পাড়া গাবতলী জামেয়া কাসেমিয়া দারুল হানান এতিমখানার গভর্নিং কমিটির সদস্য মঞ্জুরুরল হক প্রধানের বাবা, মায়ের আত্মার মাগফিরাত কামনান আয়োজন করা হয়েছে। জামেয়া কাসেমিয়া এতিমখানা হল রুমে দুই শত এতিম ছাত্রদের মাঝে উন্নত খাবারের আয়োজন করেন বিষ্টি ঠিকাদার জনাব, মঞ্জুরুল হক প্রধান। এসময় এতিমখানা হানান জামেয়া কাসেমিয়া মাদ্রাসার গভর্নিং কমিটির সদস্য গন ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ গন ও সমাজের বিশিষ্ট জনেরা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাঁরা । বাংলাদেশের সুনাম ধন্য আল্লামাহ সৈয়দ কামাল উদ্দিন জাফরী, প্রিন্সিপাল গাবতলী মাদ্রাসার মাওলানা দেলোয়ার হোসেন অধ্যক্ষ জামিয়া কাসেমিয়া মাদ্রাসা, মাওলানা আবুল কালাম আজাদ, প্রভাষক আরবি বিভাগ গাবতলী মাদ্রাসা, হাফেজ মাওলানা মোস্তফা আমিন খাঁন,পরিচালক জামেয়া কাসেমিয়া তাহ্ফিজুল কোরআন বিভাগ ও দারুল হানান এতিমখানা ঈমাম জামেয়া মসজিদ কমপ্লেক্স, মাওলানা গুফরানুল বারী, এবতেদায়ী বিভাগের প্রর্ধান জামেয়া কাসেমিয়া এতিমখানা। মো.ইব্রাহিম ভূঁইয়া ম্যানেজার ইসলামিক ব্যাংক নরসিংদী শাখা। এসআই কামরুল হাসান পিপিএম নরসিংদী সদর মডেল থানা সাইয়্যেদা মারজানা জাবীন প্রন্সিপাল জামেয়া কাসেমীয়া মহিলা কামিল মাদ্রাসা। সাইয়্যেদা রেজুয়ানা নাসরিন তাহফিজুল কুরআন বিভাগের পরিচালকা জামিয়া কাসেমিয়া এতিমখানা মহিলা বিভাগ। মহসিন এ এস আই প্রমূখঃ
Related Articles
খাজা ভাইয়ের ব্যক্তিগত অর্থায়নে প্রতিদিন ৩ শতাধিক ব্যক্তিবর্গের মাঝে ইফতার বিতরণ
ঢাকা মহানগরীর গুলিস্তানস্থ গোলাপ শাহ মাজার সংলগ্ন খাজা ভাইয়ের ব্যক্তিগত অর্থায়নে প্রতিদিন ৩ শতাধিক ব্যক্তিবর্গের মাঝে ইফতার বিতরণ করা হয়। ছবিতে খাজা ভাইয়ের সাথে মোঃ লুৎফর রহমান (খাজ শাহ্ধসঢ়;) সহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ। ছবিঃ- মোঃ সামসুজ্জোহা।
মুরাদনগরে মাথা ব্যাথা সইতে না পেরে যুবকের আত্মহত্যা
নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় গলায় ফাঁসি নিয়ে এহসান (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে নিজ বসতঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এহসান উপজেলা সদরের দিলালপুর গ্রামের আবুল বাশারের ছেলে।নিহত যুবকে মা পারভীন আক্তার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে এহসান নিজ বাড়ীর পাশে জিকিরের মজলিসে যায়। […]
ভিক্ষা বৃত্তি নয়, কাজের মধ্যে জীবন বদলাতে চায় হকার রহিম
মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর, কুমিল্লা,প্রতিনিধি ঃ “ এখনো মাঝে মাঝে ঘুমের ঘরে লাফিয়ে উঠি, এই বুঝি পত্রিকার গাড়িটা চলে গেল। জেগে দেখি না ভোর হয়েছে -আমি বিছানায় আছি। কত দিন কাজে যাইনা কিন্তু ভোরে জেগে উঠার অভ্যাসটা রয়ে গেছে। সংসারের অভাব আর বেকারত্বের বোঝা সইতে পারছিনা ”। এভাবে কথাগুলো বলছিলেন কুমিল্লার, মুরাদনগর উপজেলার নহল চৌমহনী […]