নিজস্ব প্রতিনিধি: নরসিংদী ৫ রায়পুরা উপজেলার আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন, এই আসন থেকে বরাবরই নির্বাচিত হয়ে আসছেন ছয়বারের সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ জনাব রাজু উদ্দিন আহমেদ রাজু, এবারেও উনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন নিয়ে অংশ নিয়েছেন, উনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জনাব মিজানুর রহমান চৌধুরী, তবে এবার মনে হচ্ছে রায়পুরার ইতিহাস ভাঙতে যাচ্ছে, বর্তমান সাংসদ বয়সের ভারে ভারাক্রান্ত, এদিকে স্বতন্ত্র প্রার্থী জনাব মিজানুর রহমান চৌধুরী নির্বাচনী প্রচার-প্রচারণায় চসে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জনাব আফজাল সাহেবও স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীকে সমর্থন করেছেন সেই সাথে রিয়াদ আহমেদ সরকার ও ব্যারিস্টার তৌফিকুর রাহমান সহ একাধিক নেতৃবৃন্দ স্বতন্ত্র প্রার্থী কে সমর্থন দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর ঈগল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষের বক্তব্য যদি নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে বিপুল ভোটের ব্যবধানে ঈগল মার্কা পাস করবে।
Related Articles
সত্যিকারের গণতন্ত্র আজও অধরা : সুনীল শুভ
জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বলেছেন, দেশের মানুষের জান মালের নিরাপত্তা নেই। আইন আছে, অপরাধের বিচার নেই। সত্যিকারের গণতন্ত্র আজও অধরা। বাগেরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, বলে রোববার জাতীয় পার্টির প্রেস উইং এই তথ্য জানায়। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই ১৯৯০ সালে স্বেচ্ছা ক্ষমতা […]
আ.লীগ পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়ে মাঠে নামছে বুধবার
সমাধান ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশ নিধনে সারা দেশে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আওয়ামী লীগের তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি বুধবার থেকে শুরু হচ্ছে। ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন সমাজ- ডেঙ্গু মুক্ত বাংলাদেশ শেখ হাসিনার নির্দেশ’- শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় থেকে বেলা […]
মিন্টু কুমার বংশাল থানার নতুন পুলিশ পরিদর্শক (অপারেশন)
বিশেষ প্রতিনিধি: স্বনামধন্য পুলিশ পরিদর্শক মিন্টু কুমার ডিএমপি, বংশাল থানার নতুন পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসাবে গত ২৯ সেপ্টেম্বর যোগদান করেছেন। এর পূর্বে মিন্টু কুমার পর্যায়ক্রমে ডিএমপির খিলগাঁও, পল্টন ও মতিঝিল থানায় পুলিশ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। মিন্টু কুমার বিদায়ী পুলিশ পরিদর্শক (অপারেশন) শিশির কুমার কর্মকারের স্থলাভিসিক্ত হয়েছেন বলে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী […]