সমাধান ডেস্ক : ভোলা জেলাধীন ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডে পৌরবাপ্তার স্থায়ী বাসিন্দা আলহাজ্ব আ.ফ.ম. হাফিজুল ইসলাম এক বাপের এক সন্তান হওয়ায় এবং তার কোন ছেলে সন্তান না থাকায় বয়স ৬৫ এর পরে অসুস্থ হলে মেয়েদের সাথে আমেরিকায় অবস্থানের পূর্বে প্রতিবেশী এ.এম.এম. সুফি আদুদুর রহমান ও সুফি রফিকুর রহমান, পিতা- মৃত. সুফি হাবিবুর রহমানকে হাফিজুল ইসলামের পৌত্রিক সম্পত্বিটি সরল বিশ্বাসে ১১২ শতাংশ যাহাতে বসত বাড়ীর ও দোকান ভাড়া এর দেখা শোনার দায়িত্ব দেন। ২০ই, ডিসেম্বর ২০১৬ আ.ফ.ম. হাফিজুলের প্রতিবেশিরা তাকে ফোন দিয়ে জানায় যে, তিনি যাদেকে তার পৈত্রিক বাড়ীটি দেখা শোনার দায়িত্ব দিয়েছিলেন যেমন- এ.এম.এম. সুফি আদুদুর রহমান তার ভাই সুফি রফিকুর রহমান, মৃত. সুফি হাবিবুর রহমান এবং তাদের ভাগিনা আশফিক রহমান সহয়তায় ইট, বালি, সিমেন্ট দিয়ে সকল সম্পত্তি দখল করে নিচ্ছে ও পুকুর ভরাট করছেন | তাছাড়া গত-০১/১২/২০১৬ ইং তারিখে আলহাজ্ব আ.ফ.ম. হাফিজুল ইসলাম বিদেশে থাকার পরও তার স্বাক্ষর ও টিপসহি নকল করে রেজি: অফিসকে ব্যবহার করে একটি জাল দলিল সৃজন করে এবং উক্ত ভুমিতে ভুমি দস্যুরা দারুল হাবিব নামে মাজার তৈরি করে। আ.ফ.ম. হাফিজুল ইসলাম এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ভুমি দস্যুরা তাকে বলে যা পারেন করেন , তিনি এর প্রতিবাদ করলে ভুমি দস্যুরা তার উপর ক্ষেপে যায় ও প্রাণ নাশের হুমকি দেয়। পরবর্তিতে আলহাজ্ব আ.ফ.ম. হাফিজুল ইসলাম ভোলায় একটি উচ্ছেদের মামলা করিলে তখন অত্র মামলায় ভূমি দস্যুগণ অত্র জাল দলিলটি আদালতে প্রদর্শন করিলে তাহা জানিতে পারেন| অত্র জালিয়াতির দলিলটি বাতিলের জন্য অন্য আরেকটি মামলা করে পরে তিনি অসুস্থতার কারনে তার বড় মেয়েকে ক্ষমতা দিয়ে ভোলা দেওয়ানি আদালতে মামলা পরিচালনার দায়িত্ব দেয়, যাহা চলমান।মামলার তারিখে তার মেয়ে হাজিরা দিতে গেলে তার মেয়ের পেছনে ভুমি দস্যুরা লোক দিয়ে বিভিন্ন প্রকার হুমকি মুলক আচরন করছে। এছাড়াও বিভিন্ন সুত্রে জানা গেছে উক্ত মাজারকে ঘিরে গড়ে ওঠেছে রমরমা ধর্মীয় ব্যবসা, ধর্মের নামে নিরীহ ও সহজ সরল মানুষদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা, এলাকায় ছড়িয়ে পড়ছে কুসংস্কার ও ধোকা বাজী, মাজারে বাজানো হচ্ছে উচ্ছ স্বরে মাইক, পার্শের মসজিদের মুসল্লীদের নামাজ পড়তে সমস্যা হচ্ছে, এলাকার মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছে, সাহস করে কেহ প্রতিবাদ করে না। আরও জানা যায় আলহাজ্ব আ.ফ.ম. হাফিজুল ইসলাম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, কেন্দ্রীয় অফিসে মানবাধিকার রক্ষা ও আইনী সহয়তা চেয়ে এ.এম.এম. সুফি আদুদুর রহমান, সুফি রফিকুর রহমান ও আশফিক রহমানদের বিরুদ্ধে মানবিক সহায়তা চেয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন।
Related Articles
কুলিয়ারচরের সালুয়ায় সন্ত্রাসী কায়দায় ভুমি দখলের পায়তারা
জসিম উদ্দিন: কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার সালুয়া ইউনিয়নের দ:সালুয়া গ্রামের কেনু মিয়ার জমি অনেক দিন যাবৎ জোরপূর্বক দখল করার পায়াতারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিয্ক্তুরা হলেন আঃ আউয়াল, মশু মিয়া, দুলাল মিয়া, বশির মিয়া, রহিম মিয়া গংরা কেনু মিয়ার সম্পত্তি জোরপূর্বক দখল করার পায়তারা করছে এবং সন্ত্রাসী কায়দায় ঘরবাড়ি ভাংচুর করে লুটপাট করে নিয়ে […]
ভৈরবে বৈদেশীক মুদ্রা পাচার কালে হুন্ডি ব্যবসায়ী আটক
সোহেলুর রহমান, ভৈরব প্রতিনিধি: ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশনে ২৮ লাখ ৩৭ হাজার ৫১০ টাকা মূল্যমানের বৈদেশীক মুদ্রা পাচার কালে মনির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। মনির হোসেন নরসিংদী জেলার রায়পুরা থানাধিন হাসনাবাদ নয়াহাটির জসিম উদ্দিনের ছেলে। গতকাল বুধবার রাত আটটার সময় ষ্টেশনের প্লাটফর্ম থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন […]
র্যাব-১৪ ভৈরবে অস্ত্র ও গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি ॥ র্যাব ১৪ ভৈরব ক্যাম্প সদস্যগণ অভিযান চালিয়ে ২টি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন খাটিংগা গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে মোঃ বাবুল মিয়া (৩৬) ও হাবিবুর রহমানের ছেলে সেলিম খন্দকার (৩০)। র্যাব মুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের […]