নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন কমিশন আমাদের কথা রাখেননি। স্বেচ্ছাচারিতার মাধ্যমে তারা তফসিফ ঘোষণা করেছে। এই তফসিল পিছিয়ে দিতে হবে।
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, প্রধান নির্বাচন কমিশনার মনে করেছেন আমরা এই নির্বাচনে অংশ নিবো না- বিগত সময়ের মতই নির্বাচন করার জন্য এই তফসিল ঘোষণা করেছেন।
তিনি বলেন, আমরা এটা হতে দেবো না। যতই জুলুম নির্যাতন হোক, সব মোকাবেলা করে আমরা বিজয় ছিনিয়ে আনব।
মান্না বলেন, আমরা সংঘাতমূলক কোনো কর্মসূচি দেবো না- প্রয়োজনে আরো আন্দোলন করা হবে। সেই আন্দোলনে অবশ্যই বিজয় হবে।
শুক্রবার দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশ উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা।
তবে শারীরিক অসুস্থতার কারণে ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দেননি ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগের সমন্বয়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রেখেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ স্থানীয় নেতারা।
বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেছেন।
বক্তরা নির্বাচন কমিশন ঘোষিত তফসির বাতিল করে পুনরায় তসফিলের দাকি তোলেন।
দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হলেও জুমার পর থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
প্রসঙ্গত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহীতে এটি চতুর্থ সমাবেশ।
এর আগে গত মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট।
তার আগে ২৪ অক্টোবর সিলেটে ও ২৭ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট।