বিশেষ প্রতিবেদন

ডেমরায় ফায়ার সার্ভিস অফিসেই আগুন

রাজধানী প্রতিনিধি: রাজধানীর ডেমরায় তিতাস গ্যাসের মেইন লাইন লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত পৌনে ১২টার দিকে ডেমরা ফায়ার সার্ভিস অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম ১ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তিতাস গ্যাস ও বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন।

এদিকে তিতাস গ্যাসের ডেমরা শাখা অফিস থেকে গ্যাসের মেইন লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পথচারীরা হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনদের খবর দিলে তারা ছুটে আসেন। এ সময় ডেমরা ফায়ার সার্ভিসের টিম দ্রুত আগুন নেভানোর কাজে লেগে পড়ে। পরে ফতুল্লাসহ অন্যান্য টিম ঘটনাস্থলে ছুটে আসে।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান যুগান্তরকে বলেন, ঘটনাস্থলে পথচারী ও দায়িত্বরত প্রহরীদের মাধ্যমে জানতে পেরে দ্রুত আমাদের টিম আগুন নেভানোর কাজে লাগে। পরবর্তীতে কন্ট্রোল রুমের খবরে আদমজী, ফতুল্লাসহ বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসে। দীর্ঘ এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে গ্যাস সরবরাহ বন্ধের পর ঢাকার বিভিন্ন এলাকায় বর্তমানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। খবর পেয়ে তিতাস গ্যাসের ইমার্জেন্সি বিভাগ থেকে দুটি টিম উপস্থিত হয়।

তিতাস গ্যাসের ইমার্জেন্সি টিম লিডার ফারুক হোসেন যুগান্তরকে জানান, কন্ট্রোল রুমে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত করা হয়। পরবর্তীতে তিতাস গ্যাসের মেইন লাইনের বাল্ব বন্ধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৬ এর উপসহকারী পরিচালক কাজী নজমুজ্জামান যুগান্তরকে বলেন, তিতাস গ্যাসের এই মেইন লাইনটি আগেই লিক ছিল। কালবৈশাখী ঝড়ের সময় বিদ্যুৎ চমকালে হঠাৎ বৈদ্যুতিক পোল সংলগ্ন ওই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *