রাজনীতি

কুলিয়ারচরে পুলিশি হয়রানীর প্রতিবাদে এক অসহায় পিতার সংবাদ সম্মেলন

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশি হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় পিতা। শুধুমাত্র নামের কিছুটা মিল থাকার কারণে এক ব্যাক্তিকে গণ ধর্ষণ মামলায় অযথা হয়রানী করে আসছে পুলিশ বলে জানানো হয় উক্ত সংবাদ সম্মেলনে।
এ নিয়ে আজ সোমবার ২২ জুন বেলা ১১ ঘটিকায় দড়িবাগ গ্রামে এক সংবাদ সম্মেলন করেন হৃদয় ইকবাল রবিন (২৩) এর পিতা মোঃ হুমায়ুন কবির। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কুলিয়ারচর থানার একটি মামলায় (২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী /২০০৩) এর ৯(৩) জনৈক মোঃ রবিন মিয়া, পিতা- মোঃ শামু মিয়া, সাং- মেরাতলী, থানা- কুলিয়ারচর, জেলা- কিশোরগঞ্জ- কে প্রধান আসামী করে থানায় নথিভুক্ত হওয়ার পর থেকে পুলিশ আমার ছেলেকে গ্রেপ্তারের জন্য হয়রানী করছে। প্রকৃত পক্ষে মামলার ভিকটিমকে আমার ছেলে কখনো দেখেনি বা চেনেনা। একটি মহলের দ্বারা প্ররোচিত হয়ে মিথ্যা মামলায় আমার ছেলেকে জড়ানো হয়েছে। এমতাবস্থায় আমার ছেলেকে স্বাভাবিক জীবন যাপনের সুযোগ করে দেওয়ার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *