দেশজুড়ে রাজনীতি

কুলিয়ারচরে কে হবেন পৌর মেয়র প্রধান দুই দল আওয়ামীলীগ ও বি.এন.পির প্রার্থী

 

মো:নূরুন্নবী ভুইয়া.কুলিয়ারচর.(কিশোরগঞ্জ) সংবাদদাতা। কিশোরগঞ্জের কুলিয়ারচরে আসন্ন পৌর সভার নির্বাচনে ঐতিয্যবাহী দুই পরিবার,সৈয়দ পরিবার খাঁন পরিবার।এই বছর পৌর নির্বাচনে দুই পরিবারে হাড্ডাহাড্ডি লড়াই। কে জিতবে কে হাড়বে। আ্ওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী সৈয়দ হাসান সারোয়ার মহসিন ছাএ জীবন থেকে অন্যায় অত্যাচার অবিচার.সোষিত শাসিত অবহেলিত নিপীড়িত নির্যাতিত কষ্টের মানুষ যাদের পেটে ভাত নেই.পরনের কাপড় নেই. চিগিৎসার ্ঔষধ নেই. তাদের কথা চিন্তা ভাবনা করতেন। তিনি অন্যায়ের কাছে কখনো আপোস করেন না। ক্ষমতাসীন দলের আ্ওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী সৈয়দ হাসান সারোয়ার মহসিন ্ও বিরোধী দলের বি,এন.পির মনোনীত প্রার্থী নুরুল মিল্লাত। দুজনই সামাজিকতা সৎ নিষ্টাবান আদশবান জনদরদী গরীবের বন্দু।অভিঞ্জ রাজনীতিতে কলা কৌশলী ভোটারদের কাছে যোগ্য প্রার্থী হিসেবে সুপরিচিত। আগামী ১৬ইং তারিখ জানুয়ারী রোজ শনিবার অনুষ্টিত পৌর সভার নির্বাচনে আ্ওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সৈয়দ হাসান সারোয়ার মহসিন ্ও বি.এন.পি.থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নূরুল মিল্লাত। নব্বই দশকে সৈয়দ হাসান সারোয়ার মহসিন উসমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্ববন্ধকতা করেন তিনি। অপর দিকে নূরুল মিল্লাত তৎকালিন সময়ে কুলিয়ারচর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান. পৌরসভার ্ও উপজেলা পরিষদে চেয়ারম্যান হয়েছিলেন। দু্জুনই অভিজ্ঞ  রাজনৈতিক ব্যক্তিত্ব ভোট যুদ্ধে লড়াই করছেন। সৈয়দ হাসান সারোয়ার মহসিন উপজেলা আ্ওয়ামীলীগের সহ-সভাপতি। অন্যদিকে নূরুল মিল্লাত অনেক দিন ধরে উপজেলার বি.এন. পির সাধারন সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।আবার তিনি উপজেলা বি.এন. পির আহবায়ক কমিটির সদস্য সচিব। নির্বাচনী এলাকায় ঘুড়ে ভোটারদের সংগে আলাপ আলোচনা মাধ্যমে জানা যায়. প্রার্থী নির্বাচনের ভোটারদের মনোভাব। কামালিয়া কান্দি পৌরসভার ৯নং ্ওয়ার্ডের গ্রামের ডাক্তার জাকির হোসেন বলেন, পৌর মেয়র পদে দুজনই যোগ্য প্রার্থী তাই এবার ভোট দিতে যাব। পৌরসভার পৈলান পুর গ্রামের বাসিন্দা ভোটার কুলিয়ারচর সরকারী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম বাহার বলেন.রাজনীতিতে যোগ্য দুজন মেয়র প্রার্থী পেয়ে ভোটারা আনন্দিত ্ও খুশী।এই ব্যাপারে নির্বাচনে রিটানিং কর্মকর্তা ্ও জেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলমের সংগে যোগাযোগ করা হলে তিনি বলেন. অবাধ সুষ্ট নির্বাচনের আমরা ব্যাপক প্রস্তুুতি নিয়েছি। প্রতি ্ওয়ার্ডের ১জন করে ম্যাজিষ্টেট দায়িত্ব পালন করবেন। তা ছাড়া র‌্যাব.বি.জি.বি. পুলিশ.আনসারসহ পযাপ্ত পরিমানে আইন শূঙ্ঘলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এ্্্ই নির্বাচনে দুুজন মেয়র প্রার্থী ছাড়া ১২ জন সংরক্ষিত কাউন্সিলর ্ও সাধারন কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *