মো;নূরুন্নবী ভুঁইয়া, প্রতিনিধি কুলিয়ারচর,কিশোরগনজ।
কিশোরগনজের কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সাথে কুলিয়ারচরে পালিত হলো বিজয় দিবস।বিজয় দিবস উপলক্ষে সকালে সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উওোলনের মধ্যে দিয়ে বিজয় দিবসের বিভিন্ন কর্মসুচী শুরু হয়। সকালে শহীদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
সারাদিন ব্যাপি নানান কর্মসুচীর মধ্যে সরকারে বিভিন্ন দপ্তরের পুলিশ,অানসার,ফায়ার সাভির্স,স্কুল, কলেজের ছাত্র/ছাএীদের স্কাউট দল কৃত কুজ কাুওয়াজ মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনসহ বিভিন্ন উপসনালয় মজিদ ও মাদ্রাসা মোনাজাত দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এ সময় উপস্হিত ছিলেন, কুলিয়ারচর উপজেলার চেয়ারম্যান অালহাজ্ব ইয়াছিে মিয়া,উপজেলা নিবাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান, পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন, সহকারী কমিশনার (ভুমি) সিমন সরকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরে অালম,মহিলা ভাইস চেয়ারম্যান সাইদা খানম মুক্তা, জেলা পরিষদের সদস্য মো;অাবদুস সাওার মাষ্টার,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অালহাজ্ব জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অালহাজ্ব মো;এনামুল হক,উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ,অাওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মী বৃন্দ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক /শিক্ষীকা ছাএ-ছাএী, সুশীল সমাজের নেতৃ বৃন্দ,ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আরো ও অন্যান্য প্রমোখ।