নজরুল ইসলাম, মুরাদ নগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লায় চান্দিনার কালিয়ারচর বাজারের ২৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার(২৪)ডিসেম্বর দুপুর বেলা ১২.৩০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জেলাপ্রশাসকের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল ফজল মীর মহোদয়ের নির্দেশনায় সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফ আলী টানা বিরতিহীন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
তিনি সাংবাদিকদের জানান,সারাদেশের মতো কুমিল্লাতেও উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে তা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। আজকে চান্দিনায় কালিয়ারচর বাজার এলাকায় ছোট-বড় দখল হয়ে থাকা প্রায় ২৭ টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। পুলিশ সদস্য এস আই,জহিরুল ইসলামের নেতৃত্ব ও নায়েব আবুতাহের সরকার এর সঞ্চালনায় এসকোভেটার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
জানা যায়, দীর্ঘ ৯ বছর মামলা চলার পর একাধিকবার সংশ্লিষ্টদের উচ্ছেদ অভিযান সংক্রান্ত নোটিশ দেওয়া হয়।