মো:আশরাফ আলী বাবু,চীফ রিপোর্টার: কিশোরগঞ্জের ভৈরবে বাড়ি থেকে ডেকে নিয়ে সেলিম (৪০) নামের কাঠুরিয়াকে গলা কেটে হত্যা করেছে র্দুবৃত্তরা । তাৎক্ষণিক খবর পেয়ে থানা পুলিশ শনিবার (১৩ অক্টোবর) দুপুরে তার গলাকাটা লাশ পার্শ্ববর্তী তেয়ারীরচর গ্রামের একটি বিল থেকে উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে আসে । লাশটি দুপুরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। নিহত সেলিম মিয়া পেশায় একজন কাঠুয়ারিয়া । সে উপজেলার শিমুলকান্দি গ্রামের কান্দাপাড়া এলাকার মো. ধন মিয়ার ছেলে। নিহতের স্ত্রী শিল্পি বেগম জানান, শনিবার ভোর ৫টার দিকে কে বা কারা তার স্বামীকে মোবাইলে ফোন দিলে সে বাসা থেকে বের হয়। বাসা থেকে বের হওয়ার আগে, কি কারণে কোথায় যাবে একথা তার স্ত্রীকে বলে যায়নি। তারপর সোয়া ১১টায় বাসায় খবর আসে পার্শ্ববর্তী তেয়ারীরচর গ্রামের একটি বিলের কাছে তার লাশ পড়ে আছে। পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে পুলিশকে জানায়। ঠিক কি কারণে কারা তাকে হত্যা করল পরিবারের সদস্যরা কিছুই বলতে পারছে না। থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছে বলে তিনি জানান । ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার জানান, নিহতের স্ত্রী শিল্পী বেগমের দাবি সেলিমকে ভোরে মোবাইলে ফোন করে বাড়ী থেকে ডেকে হত্যা করা হয়। তার হত্যার ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। ভোরে কে বা কারা ডেকে নিয়ে গেছে পরিবারের লোকজন বলতে পারছে না । তিনি বলেন খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং বাসার মোবাইলটি জব্দ করেছে। এখন তদন্ত করার পর অপরাধীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
Related Articles
নরসিংদী কুড়ের পাড় আন্ধা পুকুরে পানিতে ডুবে ৮ বৎসরের শিশুর মৃত্যু
স্টাপ রিপোটার: রাজু মিয়া নরসিংদী শিবপুর উপজেলার কুড়ের পাড় তোফাজ্জল মৌলভীর নব নির্মিত পত্রিত বিল্ডিং এর নিকটস্থ আন্ধা পুকুরের আ: মান্নান এর ৮ বৎসরের ছেলে মারুফ মিয়া অন্যান্য লোকজনের সাথে বিগত ২১শে জুন সকাল ১১টায় আন্ধা পুকুরে গোসল করতে গেলে হঠাৎ লোকজনের মধ্য থেকে ছেলেটি হারিয়ে যায়। সাথে সাথে পুকুরের পানিতে খোজাখুজি করিয়া পুকুরের মাঝখান […]
ভৈরবের পঞ্চবটিতে কয়েল ফেক্টীরেতে লাগা আগুনে দগ্ধ এক শ্রমিকের মৃত্যু।
ভৈরব প্রতিনিধি: ভৈরবের পঞ্চবটিতে কয়েল ফেক্টীরেতে লাগা আগুনে দগ্ধ এক শ্রমিকের মৃত্যু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা সার্জারী ও বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে মারা যায় আগুনে দগ্ধ শ্রমিক মো: দ্বীন ইসলাম। তার পিতার নাম মৃত গনি মিয়া, তার জন্মস্থান কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার গাগড়া ইউনিয়নে খলাপাড়া এলাকায় । সে র্দীঘদিনযাবত ভৈরব […]
সিইসির বক্তব্যের কঠোর প্রতিবাদ মাহবুব তালুকদারের
নির্বাচন কমিশন বৈঠকে বিভিন্ন সময় নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়ে আলোচনায় আসা কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা গতকাল মঙ্গলবার রাঙ্গামাটিতে বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে আমি মিথ্যা কথা বলেছি। আমি তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। কারণ এ কথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত […]