অপরাধ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে চুরির ঘটনায় এক গ্রামে হামলা, মসজিদ সহ বাড়িঘর ভাংচুর ও লুটপাট

মো: আশরাফ আলী বাবু,চীফ রিপোর্ট : কিশোরগঞ্জের কুলিয়ারচরে চুরির ঘটনাকে কেন্দ্র করে এক গ্রামে হামলা, মসজিদ সহ বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় অন্তত অর্ধশত নারী পুরুষ আহত হয়েছে। গত ১ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টার দিকে উপজেলার রামদী বেপারী পাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। বেপারী পাড়া গ্রামের মোক্তার উদ্দিন (৬০), ইয়াকুব (৪০), বাচ্চু মিয়া (৫০) ও ফরিদ মিয়া(৪০) অভিযোগ করে বলেন, একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী রামদী দক্ষিণ পাড়া গ্রামের জামান মাস্টার, স্থানীয় ২নং ওয়ার্ড ইউপি সদস্য আদিল, ছন্দু ও ইয়াসিন মিয়ার নেতৃত্বে দক্ষিণ পাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রাদী নিয়ে রামদী বেপারী পাড়া গ্রামে হামলা করে পিতা মাতা হারা কহিনুর (১০), বিধবা শাফিয়া খাতুন সহ আল আমিন, হেলাল মিয়া, জসিম উদ্দিন, আঃ রউফ, শাফি মিয়া, রতন, হাবিল, বাতেন ও রুবেলের বসত ঘর সহ অন্তত ২৫-২৬টি ঘর ভাংচুর করে। এসময় হামলা কারীরা নগদ টাকা, স্বর্ণালক্ষার ও জিনিসপত্র লুটপাট করে এবং হামলাকারীরা রামদী বেপারীপাড়া জামে মসজিদ ভাংচুর সহ দান বক্সের টাকা পয়সাও লুট করে নিয়ে যায়। সংবাদ পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হামলায় কলেজ ছাত্র আবু ইউসুফ (১৮), মমিন (৫০), শফিক (২৮), হৃদয় (২০), রহিম (২৫) সহ অন্তত ৪০ জন আহত হয়। স্থানীয়রা আহত আবু ইউসুফকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহত মমিন ও হৃদয়কে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে ভর্তি করে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। অপর দিকে প্রতিপক্ষ দক্ষিণপাড়া গ্রামের হাজী মোঃ বুরহান উদ্দিন বলেন, হামলার সময় তাদের গ্রামের সাদ্দাম (১৯), দ্বীন ইসলাম (৩৫), লায়েছ মিয়া (৩৮), বাদশা (১৫),সোহেল হাসান (২২), সাইদুর রহমান (৪০), সাহারা বেগম ও জয় সহ অন্তত ১০ জন আহত হয়। এ ব্যাপারে রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে হামলার ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, বিষয়টি এলাকায় আপোষ মিমাংসার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *