মো: আশরাফ আলী বাবু,চীফ রিপোর্ট : কিশোরগঞ্জের কুলিয়ারচরে চুরির ঘটনাকে কেন্দ্র করে এক গ্রামে হামলা, মসজিদ সহ বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় অন্তত অর্ধশত নারী পুরুষ আহত হয়েছে। গত ১ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টার দিকে উপজেলার রামদী বেপারী পাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। বেপারী পাড়া গ্রামের মোক্তার উদ্দিন (৬০), ইয়াকুব (৪০), বাচ্চু মিয়া (৫০) ও ফরিদ মিয়া(৪০) অভিযোগ করে বলেন, একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী রামদী দক্ষিণ পাড়া গ্রামের জামান মাস্টার, স্থানীয় ২নং ওয়ার্ড ইউপি সদস্য আদিল, ছন্দু ও ইয়াসিন মিয়ার নেতৃত্বে দক্ষিণ পাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রাদী নিয়ে রামদী বেপারী পাড়া গ্রামে হামলা করে পিতা মাতা হারা কহিনুর (১০), বিধবা শাফিয়া খাতুন সহ আল আমিন, হেলাল মিয়া, জসিম উদ্দিন, আঃ রউফ, শাফি মিয়া, রতন, হাবিল, বাতেন ও রুবেলের বসত ঘর সহ অন্তত ২৫-২৬টি ঘর ভাংচুর করে। এসময় হামলা কারীরা নগদ টাকা, স্বর্ণালক্ষার ও জিনিসপত্র লুটপাট করে এবং হামলাকারীরা রামদী বেপারীপাড়া জামে মসজিদ ভাংচুর সহ দান বক্সের টাকা পয়সাও লুট করে নিয়ে যায়। সংবাদ পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হামলায় কলেজ ছাত্র আবু ইউসুফ (১৮), মমিন (৫০), শফিক (২৮), হৃদয় (২০), রহিম (২৫) সহ অন্তত ৪০ জন আহত হয়। স্থানীয়রা আহত আবু ইউসুফকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহত মমিন ও হৃদয়কে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে ভর্তি করে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। অপর দিকে প্রতিপক্ষ দক্ষিণপাড়া গ্রামের হাজী মোঃ বুরহান উদ্দিন বলেন, হামলার সময় তাদের গ্রামের সাদ্দাম (১৯), দ্বীন ইসলাম (৩৫), লায়েছ মিয়া (৩৮), বাদশা (১৫),সোহেল হাসান (২২), সাইদুর রহমান (৪০), সাহারা বেগম ও জয় সহ অন্তত ১০ জন আহত হয়। এ ব্যাপারে রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে হামলার ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, বিষয়টি এলাকায় আপোষ মিমাংসার চেষ্টা চলছে।
Related Articles
শিবপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বাল্য বিয়ে বন্ধ।
স্টাফ রির্পোটার, রাজু মিয়া: নরসিংদী জেলা শিবপুর থানাধীন ইউনিয়নের ইউএনও সাহবের নেতৃত্বে খৈনকুট গ্রামের মোঃ নূর মোহাম্মদ মিয়ার ৭ম শ্রেণী স্কুল পড়–য়া মেয়ে মোছাঃ ফেরদৌসী আক্তার (১৩) কে বিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি নিলে । গোপন সূত্রে খবর পেয়ে দৈনিক এই বাংলার বিশেষ প্রতিনিধি রাজু মিয়া ঘটনাস্থলে যাইয়া বিয়েতে বাধার সৃষ্টি করিলে মেয়ের পিতা এলাকার […]
ভৈরবে ৪৭৮ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ আটক ২
জয়নাল আবেদীন রিটন , বিশেষ প্রতিনিধি : ভৈরবে ৪৭৮ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যগণ। আটককৃতরা হলো ঢাকার যাত্রাবাড়ি থানাধিন এলাকার কলেজপাড়া এলাকার আব্দুল রফ মিয়ার ছেলে মোঃ রনি মিয়া (৩৭) ও শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানা এলাকার বড়ছয় গ্রামের মোঃ কামাল সরদারের ছেলে মিজান সরদার (২৭)। […]
আশুগঞ্জে ‘‘৭১ বাংলা’’ টিভির স্টিকার যুক্ত প্রাইভটকার আটক করেছে র্যাব-১৪
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ছাবির উদ্দিন রাজু: ব্রাহ্মণবাড়য়িা জেলার আশুগঞ্জে ‘‘৭১ বাংলা’’ টিভির স্টিকার যুক্ত প্রাইভটেকার থেকে ৮৭ কাজিগাজা ও ০২ বোতল হুইস্কি ০২ জন সাংবাদিক পরিচয়ধারী মাদক ব্যবসায়ীকে আটক করছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প। র্যাব-১৪ আরো জানান এরই ধারাবাহীকতায় গোয়ন্দো নজরদারি করা হয় এবং বিশ্বস্ত সূত্রে মাধ্যমে জানতে পারে যে মুল ধারার বাইরে কতিপয় সাংবাদিক […]