রিপোর্ট:শামসুল হক মামুন : কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকা প্রসাদ কুমির মারা সাবেক ২নং ওয়ার্ড কবরস্হানের কাজের জন্য কবরস্হানের ৫ দফায় ৫১ টি গাছ এলাকার জণগণ এবং কমিটির উপস্থিতিতে ডাকের মাধ্যমে মোট ১লক্ষ ৬১ হাজার ৭০০ টাকা গাছ বিক্রি করা হয় কবরস্থানের সংস্কণের জন্য ।কুমির মারা কবরস্থান সামাজিক কবরস্থান যার মালিক জণগণ এটি সরকারি নয়। এলাকার মানুষের দান কৃত জমি ২গন্ডা জমি আমরা নতুন কমিটি কবরস্থানের নামে ক্রয় করেছি।বিগত কয়েক দিন যাবৎ অনলাইন মিডিয়া কবরস্থান কমিটির নামে মিথ্যা মনগড়া সংবাদ ছড়াচ্ছেন । ১০ লক্ষ টাকার গাছ নাকি আমরা বিক্রি করেছি ১০০ থেকে দেড় শ গাছ বিক্রি করেছি কবরস্থান নিয়ে সরযন্ত্র করা হচ্ছে যারা না জেনে বলেছেন আপনারা কবরস্থানে এসে দেখুন এখনো গাছের গুড়া মাটিতে আছে দেখেন কয়টা গাছ বিক্রি হয়েছে আর টাকা যা পেয়েছি তা সবার সামনে ডাকে বিক্রি হয়েছে । সাংবাদিকদের এ কথা বলেন কবরস্থান কমিটির সভাপতি বরজু মেম্বার ।আমাদের নামে উপজেলায় মিথ্যা যে অভিযোগ দেয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ স্যার বিনীত অনুরোধ থাকবে সুষ্ঠুভাবে তদন্ত করে দেখুন । কবরস্থান কমিটির কোষাদক্ষ হাজী মো: হেলাল উদ্দিন বলেন এই কবরস্থানটি আমাদের হাত ধরে তিল তিল করে আজকে একটি সুন্দর পরিবেশ হয়েছে অন্যান কবরস্থঅন আমাদের কবর দেখলে বুঝবেন কত সুন্দর এবং কত কাজ হয়েছে আমাদের নামে যে গাছ কেটে টাকা আত্বসাৎ করার অভিযোগ করেছেন আপনারা চাইলে গাছ গুলো গুনে দেখতে পারেন আর গাছ বিক্রি হয়েছে সকলের সামনে এখানে চুরি দারি কিছু নাই যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য অপবাদ লটাচ্চেন মান সম্মান নষ্ট করছেন আমাদের কমিটির কাছে সকল হিসাব আছে যে কেই চাইলে দেখতে পারবেন । মিথ্যা অপবাদের বিরুদ্ধে কবরস্থান কমিটি ও এলাকার জনগণ প্রতিবাদ জানিয়েছেন ।আজকে বেলা ১১ ঘটিকায় কবরস্থান প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা হয়। এসময় কবরস্থান কমিটি র্পূবের কমিটির কাছে বর্তমান কমিটি হিসাব চেয়েছেন এবং প্রতিবাদ সভায় কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক, কোষাদক্ষ,উপদেষ্টা মন্ডলী এলাকাবাসী ক্ষুব প্রকাশ করেন।
Related Articles
মুরাদনগর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে যুব মহিলা লীগের বিক্ষোভ
মোঃনজরুল ইসলাম মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যুব মহিলা লীগ। বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খন্দকার মমতাজ এর নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে […]
ভৈরবে ছাত্রী অপহরণ মামলার আসামী গ্রেফতার
মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ ভৈরবে দশম শ্রেণীর শিক্ষার্থী জোনাকী অপহরন মামলার আসামি জনি কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের পঞ্চবটি নিজ ঘর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে বুধবার (১ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরন করেছে। গ্রেফতারকৃত জনি পঞ্চবটি গ্রামের মৃত আমিন মিয়ার পুত্র। মামলার এজাহার ও পুলিশ জানায়, পঞ্চবটি গ্রামের খোকন মিয়ার […]
ভৈরবে পল্লী জাগরণী সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিপোর্ট, মো: রফিকুল ইসলাম রুবেল: কিশোরগঞ্জের ভৈরবে পল্লী জাগরণী সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সেবার এই মহান ব্রত কে সামনে রেখে ভৈরব উপজেলাস্থ সাতটি ইউনিয়নের কতিপয় ছাত্র ও যুবকদের সাথে নিয়ে রাজু আহমেদ ও শফিকুল ইসলাম শেখের উদ্যোগে আবির মাহমুদ রুবেলের আহবায়নে ২০১১ সালে “পল্লী জাগরণী সংঘ , […]