মোশারফ হোসেন শ্যামল: ভৈরবে ছিদ্দিক মিয়া খুনের ঘটনার চারদিন অতিবাহিত হলেও বুধবার পর্যন্ত পুলিশ থানায় মামলা রেকর্ড না করায় । নিহতের ছোট ভাই রইছ মিয়া গত ১৯/০৭/২০১৮ ইং তারিখে ইউপি চেয়ারম্যান শেফায়েত উল্লাহকে প্রধান আসামি করে ৫৩ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে মামলা দায়ের করে। মাননীয় আদালত ভৈরব থানাকে মামলাটি এফ.আই.আর কারার আদেশ দেন।
বাদীর অভিযোগ, রহস্য জনক কারনে মামলা নিচ্ছে না পুলিশ। অভিযোগ দেয়ার তিনদিন অতিবাহিত হলেও মামলা হিসেবে রেকর্ড করেনি পুলিশ।
এর আগে সিএনজি ভাড়াকে কেন্দ্র করে গত রোববার সকালে সিদ্দিক মিয়া (৪২) নামের এক সিএনজিচালক ভৈরবের মেন্দিপুর এলাকায় খুন হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সিএনজি ভাড়াকে কেন্দ্র করে ভৈরবের মেন্দীপুর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে মেন্দিপুর গ্রামের মোঃ মোক্তার উদ্দিন এর ছেলে সিদ্দিক মিয়া খুন হয়।
উক্ত হত্যা ঘটনায় নিহতের ছোট ভাই রইছ মিয়া পরদিন ৫৩ জনকে আসামি করে থানায় অভিযোগ দেয়। অভিযোগে হত্যার হুকুমদাতা হিসেবে সাদেকপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. শেফায়েত উল্লাকে প্রধান আসামি করা হয়।
মামলার বাদী রইছ মিয়া বলেন, তার গত নির্বাচনে বিরোদিতা করায়, পূর্ব-শত্রুতার জের ধরে চেয়ারম্যানের হুকুমেই আমার বড় ভাইকে খুন করা হয়েছে। তাই চেয়ারম্যানকে হুকুমের আসামি করেছি। পুলিশ মামলা না নিলে কিশোরগঞ্জ আদালতে মামলা করব আমরা।
ভৈরব থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগে দেখা যায় ঘটনার সঙ্গে অনেকেই জড়িত নয়। কিন্তু তাদেরকে আসামি করা হয়েছে। খুনের ঘটনায় ভুল বা মিথ্যা অভিযোগে কেউ হয়রানি হোক তা আমি চাই না। তাই অভিযোগটি তদন্ত করা হচ্ছে। এ কারণে মামলা রেকর্ড করতে বিলম্ব হচ্ছে।