রাজনীতি

ভৈরবে নদী ভাংগনে নিহত দুই অসহায় পরিবারের সদসদ্যদের মাঝে শরীফুল আলমের নগদ অর্থ সহায়তা প্রদান

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ গত ১৯ জুন সকালে মেঘনার নদীর তীব্র স্রোতে ভৈরব বাজার মেঘনা নদীর তীরে অবস্থিত অধ্যাপক এম এ জলিলের মালিকানাধীন রাইস মিল (রহমত ইন্ডাস্ট্রিজ) নদী গর্ভে বিলীন হওয়ার সময় বসত ঘরের ভিতর থেকে ফ্রিজ বের করতে গিয়ে মিলের শ্রমিক শরীফ( ৩৫) ও মোস্তাক( ২৫) নদী গর্ভে তলিয়ে যায়।
ঘটনার ৩ দিন পর শরীফ মিয়ার লাশ ও ৪ দিন পর মোস্তাক মিয়ার লাশ নদী থেকে উদ্ধার করা হয়।
দূর্ঘটনার সময় কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি, ভৈরব কুলিয়ারচরের গন মানুষের নেতা, গরীব,দূখী মেহনতি মানুষের অতি আপনজন, শরীফুল দেশের বাহিরে থাকায় নদী ভাংগনে নিহত দুই অসহায় পরিবারের খোঁজ খবর নিতে না পারার ১২ আগষ্ট শুক্রবার দূপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কে সাথে নিয়ে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত শ্রমিক শরীফ ও মোস্তাক মিয়ার স্ত্রীর হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন এবং ভবিষ্যতে দল সরকারে আসলে তাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *