মাদক অভিযান

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের বিজিবি ও র‌্যাবের বিশেষ যৌথ চেক পোস্টে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির কক্সবাজার ৩৭ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ইকবাল আহমেদ এ তথ্য জানান।

নিহতদের মধ্যে চাঁদপুর জেলার এনামুল হক (২৬) নামের একজনের পরিচয় পাওয়া গেলেও অন্য জনের নাম জানা যায়নি বলে জানান তিনি।

মেজর ইকবাল বলেন, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার হিমছড়ি এলাকায় বিজিবির একটি দল বিশেষ চেক পোস্ট বসায়। পরে র‌্যাবেরও একটি দল চেকপোস্টে বিজিবির সঙ্গে যোগ দেয়। বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফের দিক থেকে আসা কক্সবাজার শহরমুখী একটি প্রাইভেট কার যৌথ চেকপোস্টের কাছাকাছি পৌঁছে দ্রুত গাড়ির দিক পরিবর্তন করে পালানোর চেষ্টা চালায়।

বিজিবি ও র‌্যাব সদস্যরা দৌঁড়ে সেখানে গেলে প্রাইভেট কারের ভেতর থেকে গুলি নিক্ষেপ করা হয়। বিজিবি ও র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে ২ মাদক ব্যবসায়ী নিহত হন।

এসময় ১ টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক, বেশ কিছু গুলি ও ব্যাগ ভর্তি বেশকিছু ইয়াবা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

মেজর ইকবাল জানান, নিহতদের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

GAD is identified by extreme concern and are afraid concerning day-to-day situations, often bring about physical signs oculax τιμη and symptoms such as uneasyness, impatience, as well as trouble focusing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *