জাতীয়

প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২১ এ জাতীয় পর্যায়ে পুরস্কারে ভূষিত হন ভৈরবের শিক্ষার্থী কুলসুম আক্তার

মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ মোবাইল প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে মুজিব জন্মশত বার্ষিকী উদযাপন ২০২১ উপলক্ষে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অঞ্চল (কেন্দ্রীয়) পর্যায়ে নির্ধারিত বক্তৃতায় তৃতীয় স্থান অর্জন করেছে ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের রোভার স্কাউট এইচএসসি পরীক্ষার্থী কুলসুম আক্তার । গত ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার গাজীপুর স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড, মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দূর্নীতি দমন কমিশন (অনুসন্ধান ): এর কমিশনার ড, মোহাম্মদ মোজাম্মেল হক খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম । গত ১৪ ডিসেম্বর অনলাইনে সারা দেশ থেকে ৫০০টি কলেজের শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন । মোছাঃ কুলসুম আক্তার এর আগে একই বিষয়ে প্রতিযোগিতায় জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন।সে এবার মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, বর্তমানে উচ্চশিক্ষা লাভের আশায় ভৈরব UCC বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারে কোচিং করছেন। কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলালপুর গ্রামের হতদরিদ্র পরিবারের মৃত বাবার তিন কন্যা সন্তানের মধ্যে কনিষ্ঠ কুলসুম, তার বড় বোন এনজিও তে চাকুরীর উপার্জনের অর্থ দিয়ে সকলের সহযোগিতায় খুবই কস্টে পড়াশুনা করছেন। পড়াশুনার পাশাপাশি কলেজের রোভার স্কাউট দলের নেতৃত্ব, জাতীয়, আন্তর্জাতিক দিবস সমূহের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আবৃত্তি, বিতর্ক,বক্তৃতা, ও রচনা প্রতিযোগিতায় বহু পুরস্কার ও সনদ অর্জন করেছেন। তার ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে এ প্রতিবেদককে বলেন তার স্কুলের এক অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব কায়সার আজিজ স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন । তখন ঐ স্যারের যে সম্মান আমি দেখেছি এবং তার বক্তব্যে শুনে তখনই প্রতিজ্ঞাবদ্ধ হই যে জীবনে ভালভাবে পড়াশুনা করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে চাকুরী করবো। এবং চাকুরী করে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করবো। কুলসুম আক্তার সে মিডিয়ার মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহপাক তার ইচ্ছে বাস্তবায়ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *