জাতীয়

ভৈরবের প্রাচীনতম ৭৪ বছর আগে প্রতিষ্ঠিত হাজী আসমত কলেজটি সরকারীকরন হল

মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলাপ্রতিনিধিঃ বন্দরনগরী ভৈরব উপজেলার হাজী আসমত কলেজটি সরকারীকরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারী কলেজ – ৬ শাখা থেকে এবিষয়ে একটি প্রজ্ঞাপন জারী করা হয়। মন্ত্রণালয়ের উপ- সচিব মোহাম্মদ আবু নাসের বেগ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গতকাল ৪ জানুয়ারী স্বাক্ষর হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় সরকারীকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা -২০১৮ এর আলোকে কিশোরগন্জ জেলার ভৈরব উপজেলাধীন ” হাজী আসমত কলেজ ” গত ৩০ ডিসেম্বর -২০২১ ইং তারিখ হতে সরকারী করা হলো।

এর আগে ভৈরবের প্রাচীনতম ৭৪ বছর আগে প্রতিষ্ঠিত হাজী আসমত কলেজটি সরকারীকরন করার জন্য স্থানীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুপারিশ করেন। তার সুপারিশের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী গত বছরের ২২ জুন কলেজটি সরকারী করতে শিক্ষা মন্ত্রণালয়কে একটি চিঠি দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের ছয়মাস পর শিক্ষা মন্ত্রণালয় হাজী আসমত কলেজটি সরকারীকরন করল।এবিষয় স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন জানান, জীবিত থাকতে প্রয়াত রাষ্ট্রপতি এবং আমার বাবা জিল্লুর রহমানের স্বপ্ন ছিল এই কলেজটি সরকারীকরন করা। আইনি জটিলতায় দীর্ঘদিন যাবত ভৈরবের প্রাচীনতম একলেজটি সরকারী করতে বাধা ছিল। আইনি জটিলতা কাটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ বিবেচনায় কলেজটি সরকারী করার নির্দেশ প্রদান করেন। এজন্য ভৈরববাসী প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ থাকবে বলে তিনি জানান।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হানিফ জানান, কলেজটি সরকারীকরন করায় কলেজের শিক্ষক – শিক্ষার্থীসহ ভৈরববাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরন হয়েছে। এতে অত্র অঞ্চলের শিক্ষার্থীরা স্বল্প খরচে উন্নত শিক্ষা নিতে পারবে। গত কাল বুধবার সন্ধায় কলেজের পরিচালনা পরিষদ, শিক্ষক ছাত্র সেই খুশিতে আতসবাজি ফোটায়ে,মিষ্টি মুখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *