জীবনযাপন

ভৈরবে জাতীয় বিজ্ঞান মেলা-২০২১ শুরু

মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি। বন্দরনগরী ভৈরবে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২১। ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের বঙ্গ-বন্ধু হল রুমে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান সবুজ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ( ভূ’মি) মোঃ জুলহাস হোসেন সৌরভ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসনিম যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, জাইকার কর্মকর্তা দুর্গা রাণী সাহা প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষা একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল থেকে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন ধরনের আবিষ্কার প্রদর্শন করেন। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে এ মেলা । মেলায় অংশ নেয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন অতিথি ও গণমাধ্যম কর্মীরা,এ সময় উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দশনামূলক কথাবার্তা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *