জীবনযাপন

পুলিশী তৎপরতায় অজ্ঞাত মৃত ব্যাক্তির পরিচয় পাওয়া গেছে

মৃত: চাঁন বাদশা(৫২)
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ) গত ১১ ডিসেম্বর বেলা ১০ টা ৩০ মিঃ সময় ডি.এম.পি মতিঝিল থানাধীন আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে রাস্তায় অজ্ঞাত এক রিক্সা চালক গুরুতর অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেলে উপস্থিত আশ পাশের লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে মতিঝিল থানার এস.আই মোঃ রোকন উদ্দিন সংগীয় ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত উক্ত ব্যাক্তিকে অজ্ঞান অবস্থায় দ্রæত টাকা মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার অজ্ঞাত ব্যাক্তিকে পরীক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে অজ্ঞাত মৃত ব্যাক্তির নাম ঠিকানা খুজে বের করার লক্ষে ডি. এম. পি মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত খানের নির্দেশক্রমে থানার এস. আই মোঃ রোকন উদ্দিন মতিঝিল থানার বিভিন্ন স্থান সহ পার্শ্ববর্তী খিলগাঁও, পল্টন, সবুজবাগ শাহজাহানপুর, মোগদা, ওয়ারী ও বংশাল থানা এলাকা সমূহে বিভিন্ন রিকসার গ্যারেজ ও মহল্লায় এবং জন সমাগম স্থানে মৃত ব্যাক্তির ছবি জনমানুষকে প্রদর্শন করে অবশেষে রাত ৮.৩০ মিঃ সময় মৃত ব্যাক্তির নাম ঠিকানা সংগ্রহ করতে সক্ষম হন। অজ্ঞাত মৃত ব্যাক্তির নাম চাঁন বাদশা(৫২) পিতা- মৃত মোঃ শুক্কুর আলী, মাতা- আম্বিয়া খাতুন, গ্রাম- জগৎপুর, থানা- তিতাস, জেলা- কুমিল্লা, বর্তমানে ডি.এম.পি খিলগাঁও থানাধীন নন্দীপাড়াস্থ মসজিদ গলিতে স্বপন মিয়ার বাড়ীতে ভাড়া থাকিয়া রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করিত। গত ১১ ডিসেম্বর রাতেই এ ব্যাপারে মতিঝিল থানায় ১ টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত চান বাদশার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। উল্লেখ্য যে মৃত চান বাদশার স্ত্রী পূর্বেই মারা গেছে। তার কোন সন্তানাদি নাই তবে ৬/৭ বছরের তার একটি পালক মেয়ে আছে বলে জানা যায় এ ব্যাপারে থানার এস.আই মোঃ রোকন উদ্দিন উল্লেখিত অপমৃত্যু মামলাটির তদন্ত করছেন বলে থানার সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্নপদক পুরস্কার প্রাপ্ত কবি ও কলামিস্ট, সমাধান টিভি ডটকম এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ) কে এক সাক্ষাতে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *