মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে আসন্ন ইউপি নির্বাচনে তৃনমূল পর্যায়ে ডেলিকেট ভোট প্রদান করা হয়। উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্য তিনটি ইউনিয়ন পরিষদে আজ শনিবার ভোট গ্রহন করা হয়। কেন্দ্রীয় আ,লীগের নির্দেশ অনুযায়ী উপজেলা আ,লীগের পক্ষ থেকে এই ভোটের আয়োজন করা হয়। ইউনিয়ন আ,লীগের কমিটির সদস্যরা ( ডেলিকেট) নৌকা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের ভোট প্রদান করেন।উপজেলার গজারিয়া ইউনিয়নে ডেলিকেটদের ভোটে প্রথম হন নৌকা প্রত্যাশী ও চেয়ারম্যান প্রার্থী কায়সার আহমেদ ভূঁইয়া ( সাবেক চেয়ারম্যান) , দ্বিতীয় হন আবদুস সালাম শাহারিয়ার, তৃতীয় হন মোঃ ফরিদ খাঁন।কালিকাপ্রসাদ ইউনিয়নে ডেলিকেটদের ভোটে প্রথম হন নৌকা প্রত্যাশী ফারুক আহমেদ ( বর্তমান চেয়ারম্যান) , দ্বিতীয় হন মোঃ লিটন মিয়া, তৃতীয় হন মোঃ মাসুদ রানা।শিবপুর ইউনিয়নে ডেলিকেটদের ভোটে প্রথম হন নৌকা প্রত্যাশী ফারুক উদ্দিন, দ্বিতীয় হন শফিক আহমেদ ( বর্তমান চেয়ারম্যান), তৃতীয় হন মোঃ মনির মিয়া। উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাংগীর আলম সেন্টু জানান, আ,লীগ একটি বৃহৎ দল, তাই ইউপি নির্বাচনে নৌকা প্রত্যাশী প্রার্থী একাধিক। মনোনয়ন দিতে হবে একজন প্রার্থীকে। কেন্দ্রীয় আ,লীগের নির্দেশনা মোতাবেক স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের নির্দেশে আজ শনিবার আমরা তিনটি ইউনিয়নে ডেলিকেট দিয়ে গোপন ভোটের ব্যবস্থা করেছি। আগামীকাল আরও চারটি ইউপির ডেলিকেট ভোটের ব্যবস্থা করব। ভোটে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে সেই তালিকা আমরা ঢাকার কেন্দ্রীয় আ,লীগ কার্যালয়ে পাঠিয়ে দিব। তালিকা ও জনমত বিবেচনা করে যাকে দল মনোনয়ন দিবে তার পক্ষে আমরা কাজ করব। তিনি বলেন ভৈরবে গণতন্ত্র অনুযায়ী প্রার্থী বাছাই করা হচ্ছে। এতে প্রার্থীরাও মনে কষ্ট পাবেনা বলে তিনি জানান।
Related Articles
যুবলীগের নির্বাচনী ক্যাম্পে বিএনপির হামলার
নির্বাচনী গণসংযোগ চালানোর সময় বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে যুবলীগের একটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেছেন যুবলীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার (১৪ অক্টোবর) বেলা ১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর আইডিয়াল গলিতে টাইলস মার্কেট এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন সালাউদ্দিন আহমেদ। এ সময় […]
ভৈরবের শিবপুরে নৌকা প্রত্যাশী ফারুক উদ্দিনের সমর্থনে হাজারো মোটর সাইকেলের শোভাযাত্রা
মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধি: সম্ভাব্য চতুর্থ ধাপে তফসিল ঘোষণার অপেক্ষায় ভৈরব উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা। গত এক মাস ধরেই আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা এলাকায় মতবিনিময়, গণসংযোগ ও শোভাযাত্রার মাধ্যমে নিার্বচনী প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে রবিবার বিকেলে […]
‘সংবিধানে মানুষের অধিকারের কথা লেখা থাকবে’
এ.আর. মুশফিক: ধীনতার ২৪ দিন পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন। এরপর গঠন করা হয় বাংলাদেশ গণপরিষদ (বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদ)। সংবিধান প্রবর্তন শেষে মাত্র দুটি অধিবেশনের মধ্য দিয়ে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর গণপরিষদ বিলুপ্ত করা হয়। গণপরিষদে সংবিধান গৃহীত হয় ১৯৭২ সালের ৪ […]