মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজের দলীয় মনোনয়ন ও নৌকার সমর্থনে মত বিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । আজ রবিবার (৩১অক্টোবর) বিকেলে শিমুলকান্দি ইউনিয়ন ও এলাকাবাসীর আয়োজনে চানপুর বালুর মাঠে আহসানুল হক লিটন মাষ্টারের সভাপতিত্বে জাহিদ খানের পরিচালনায় আলোচনাসভায় নৌকা প্রতীক পাওয়ার দাবীতে বক্তব্য রাখেন, তুলাকান্দির সমাজ সেবক গোলাপ মাষ্টার, শাহাদাত হোসেন মুদ্দিন মাষ্টার, তুলাকান্দির মুসলিম উদ্দিন খান,পল্লী চিকিৎসক সুমন মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল হক,শিমুলকান্দি ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাছির মিয়া, চানপুরের বিশিষ্ট ব্যবসায়ী সোহেল মিয়া,তুলাকান্দির আব্দুল আওয়াল খান,মাওলানা মাসুম বিল্লাহ,মাওলানা ফরিদ উদ্দিন ও মানবাধিকার কর্মী মোঃ আক্তার হোসেন প্রমূহ। মতবিনিময় সভায় উপস্থিত সকলে হাত তুলে আব্দুল আজিজ কে সমর্থন জানান। তিনি শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে এলাকার অনেক উন্নয়ন করেছেন,অনেক কাজ হাতে বাকী রয়েছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও দলীয় সুনাম রক্ষায় দল থেকে মনোনয়ন দেয়ার জন্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের ও সাংসদ নাজমুল হাসান পাপনের সহযোগিতায় মাননীয় প্রধান মন্ত্রীর কাছে দাবি জানান । এসময় শিমুলকান্দি ইউনিয়নের সর্বস্থরের জনগন সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ অংশ গ্রহন করেন।
![](https://somadhantv.com/wp-content/uploads/2021/11/250975609_450281383198600_2662907251823889156_n-copy.jpg)