আওয়ামীলীগ রাজনীতি

ভৈরবের মানিকদীতে সোহেলের নির্বাচনী শোডাউন

মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদীতে নির্বাচনী শোডাউন শেষে ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নূরুল আলম সোহেল। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও শোডাউন শেষে মানিকদী পুরানগাও ঈদগাঁ মাঠে মতবিনিময় সভা করেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা হাজী ইজ্জত আলী মিয়া। এসময় সভায় মধ্যমনি হিসেবে উপস্থিত দলীয় নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নৌকার মনোনয়ন প্রত্যাশী ও ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি নূরুল আলম সোহেল। গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিনের সঞ্চালনায় ওই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গজারিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি শফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আঃ মালেক, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি তাইব উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জমির উদ্দিন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ লাল মিয়া, আওয়ামীলীগ নেতা ইসমাইল মাস্টার, ছিদ্দিক মিয়া, রমজান খা, মো: বাচ্চু মিয়া, বশির উদ্দিন বসু, আরিফ মিয়া, আব্দুল জলিল, প্রবাসী মামুন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, নূরুল আলম সোহেল এলাকার একজন নম্র ভদ্র, সৎ নিষ্ঠাবান সাদাসিধে মানুষ। তিনি এবং তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে আওয়ামীগের রাজনীতির সাথে জড়িত। এলাকার উন্নয়নের জন্য এমন একজন নিষ্ঠাবান জনপ্রতিনিধির প্রয়োজনীয়তা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সোহেলকে নৌকার মনোনয়ন দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সাংসদ বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুসহ দলীয় সিনিয়র নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয় মতবিনিময় সভায়। তারা বলেন, গজারিয়া ইউনিয়নের মধ্যে অবহেলা ওয়ার্ড এটি। অন্যান্য সকল ওয়ার্ডে ঘুরে ফিরে চেয়ারম্যান হয়েছেন। এবার নূরুল আলম সোহেলকে মনোনয়ন দিলে বিপুল ভোটের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত করতে পারবেন তারা। মতবিনিময় সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে ভৈরব উপজেলা বিএমএসএফের সাংবাদিক, অন্যান্য গণমাধ্যম কর্মী ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *