মোঃ লুৎফর রহমান (খাজাশাহ্): র্যাব-৩, সিপিসি টিকাটুলির অধিনায়কের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন টিম) এর ডিএডি মোঃ মোখলেছুর রহমান ও এসআই মোঃ জামাল হোসেন সংগীয় ফোর্সদের নিয়ে এক অভিযান চালিয়ে ডি.এম.পি পল্টন মডেল থানাধীন ৬৯ নয়াপল্টস্থ জোনাকী সিনেমা হলের সামনের রাস্তা থেকে গত ২১/০৪/২০২১ইং তারিখে একটি কভার্ডভ্যান চট্টমেট্রো-ট-১১-১৭৯৮ আটক করে গাড়ীটি তল্লাশী করতঃ কাপড় দিয়ে মোরিয়ে রাখা বেশকয়েকটি গাঁজার রোলে মোট ৫৬ কেজি গাঁজা উদ্ধারপূর্বক গাড়ীর চালক মোঃ জাহিদ হাসান উরফে আজাদ ২১ মোঃ নাজিমুল ইসলাম উরফে রাকিব (২০) আব্দুল করিম ওরফে শামিম (১৮) কে গ্রেফতার করা হয় এবং কভার্ডভ্যানটি আটক করা হয়। যাহার মূল্য ২০ লক্ষ টাকা উদ্ধারকৃত গাঁজার মূল্য ১৪ লক্ষ টাকা। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ৩৪ লক্ষ টাকা। এব্যাপারে এসআই মোঃ জামাল হোসেন বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা নং-২১, তারিখঃ ২১/০৪/২০২১ইং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হইয়েছে। থানার এইআই মোঃ সাদ্দাম হোসেন মামলাটির তদন্ত করছেন বলে কর্তবরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক, সততা ও বস্তুনিষ্ঠ সংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরষ্কার প্রাপ্ত, কলামিষ্ট ও সিনিয়র সাংবাদিক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক স্বাক্ষাতে জানান।
Related Articles
মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান
মো: নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে তিনটি গ্রামের প্রায় ২৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় প্রায় ১৫’শ ফুট পাইপ উত্তোলন করে জব্দ করা হয়। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার জাহাপুর ইউনিয়নের নয়াকান্দি, দক্ষিণ দিলালপুর ও শুশুন্ডা গ্রামে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনা করেন […]
রয়টার্সের দুই সাংবাদিকের সাত বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিককে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে সাত বছরের কারাদণ্ড দিয়েছে সে দেশের আদালত। বিবিসি জানিয়েছে, সোমবার ইয়াঙ্গনের জেলা জজ আদালত এই রায় ঘোষণা করে। সাংবাদিক ওয়া লোন এবং কিয়ো সোয়ে এ সময় আদালতে উপস্থিত ছিলেন। তারা দু’জনই মিয়ানমারের নাগরিক। দুই সাংবাদিককে মুক্তি দিতে আন্তর্জাতিক আহ্বানের মধ্যেই মিয়ানমারের আদালত এ রায় প্রদান […]
ভৈরবে অভিনব কায়দায় ছিনতাই নাটক সাজিয়ে ও শেষ রক্ষা হলোনা চালকের
মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বন্দরনগরীভৈরবে ছিনতাই নাটক সাজিয়ে ও শেষ রক্ষা হলোনা বিভাটেক চালক শাহআলমের । শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লো । এমন তথ্য জানা গেছে চালক শাহ আলমের কাছ থেকে । এদিকে চোরাই ব্যাটারী কেনার অপরাধে কালিকাপ্রসাদ আতকা পাড়া গ্রামের হুমায়ুন কবিরকে ও গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানায়, বিভাটেক […]