ফেনী প্রতিনিধি : সোনাগাজীতে এক চা দোকানীর ঘরে ডাকাতি করতে গিয়ে টাকা ও স্বর্ণালংকার না পেয়ে মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে (১৬) ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে ঘটনায় জড়িত একই এলাকার জোবায়ের ইসলাম সোহাগ। আজ মঙ্গলবার দুপুরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।মামলার তদন্তকারি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে ফাজিলের ঘাট সংলগ্ন উত্তর চরমজলিশপুর এলাবা থেকে জোবায়ের ইসলাম সোহাগকে গ্রেফতার করে পুলিশ। আজ মঙ্গলবারর দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরাফ উদ্দিন আহমদের আদালতে হাজির করা হলে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে ঘটনার বর্ণনা দিয়ে অপরাপরজড়িতদের নাম প্রকাশ করে। গ্রেফতারকৃত সোহাগ একই এলাকার বাসু মেম্বারের বাড়ির সাইফুল ইসলাম প্রকাশ নজরুল ইসলাম প্রকাশ রুবেলের ছেলে, সূত্র আরো জানায়, আদালতে সোহাগ জানিয়েছে- ৬ জন সংঘবদ্ধ হয়ে ডাকাতির পরিকল্পনা করে। ডাকাতিকালে তারা ৫ হাজার টাকা পেয়েছে। পরে একটি কক্ষে নিয়ে মাদরাসা পড়ুয়া ওই কিশোরীকে ধর্ষণ করে।তদন্তকারি সূত্র জানায়, ভিকটিমের শারিরীক পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে। সে ইতিপূর্বে ২২ ধারায় জবানবন্দী দিয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। প্রসঙ্গত: বিষ্ণুপুরে ডাকাতিকালে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ায় মডেল থানার ওসি মো. মঈন উদ্দিন আহমেদকে শনিবার প্রত্যাহার করা হয়েছে। নবাগত ওসি হিসেবে মোহাম্মদ সাজেদুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে তিনি ফেনী মডেল থার ওসি (তদন্ত) ছিলেন।বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাটের পাশে বিষ্ণুপুর এলাকায় এক ব্যবসায়ীর ভাড়া বাসায় হানা দেয় ৮-৯ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত। ডাকাতরা বাড়ির দরজার ছিটকিনি ভেঙ্গে ভেতরে ঢুকে কাপড় দিয়ে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এসময় ঘরে সামান্য টাকা ছাড়া স্বর্ণালংকার না পেয়ে ডাকাতদলের এক সদস্য ওই ব্যবসায়ীর মেয়েকে ঘরের অন্য একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে।
Related Articles
মুরাদনগরে সমকালের প্রতিনিধি বেলাল উদ্দিন করোনায় আক্রান্ত
মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার মুরাদনগর উপজেলায় দৈনিক সমকাল পত্রিকার মুরাদনগর প্রতিনিধি বেলাল উদ্দিন আহাম্মেদসহ নতুন করে ৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম মানিক। বেলাল উদ্দিন আহম্মেদ দৈনিক সমকাল পত্রিকা ও দৈনিক রুপসি বাংলা পত্রিকার মুরাদনগর প্রতিনিধি এবং মুরাদনগর প্রেসক্লাবের সদস্য। পাশাপাশি […]
মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ১
মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার মুরাদনগর উপজেলার পান্নারপুল-ইলিয়টগঞ্জ সড়কের শুশুন্ডা এলাকা থেকে শনিবার রাত এগারোটায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ফারুক (২৫) নামের এক ডাকাত সদস্যকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। আটককৃত ডাকাত সদস্য উপজেলার রায়তলা গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে। জানা যায়, শনিবার রাতে মুরাদনগর থানার এসআই মোর্শেদের নেতৃত্বে একদল পুলিশ মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে […]
মুরাদনগরে করোনার ভয়ে হিন্দু ব্যক্তির শেষ কৃত্যে নেই কেউ, মরদেহ কাঁধে নিলেন মুসলিমরা
মো নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: সমগ্র বিশ্বের নেয় করোনা আতঙ্কে কাঁপছে চারদিক। এই মারণ ভাইরাসের কালো থাবা থেকে বাঁচতে লকডাউন পর্যন্ত দিচ্ছে দেশের বিভিন্ন এলাকা। আর এই করোনা আতঙ্ক পেয়ে বসেছে দেশের সকল নাগরিককে। কেউ একটু অসুস্থ হলেই কিংবা শারীরিক কোনো অসুস্থতা দেখা দিলে, অথবা সামান্যতম উপসর্গ নিয়ে মৃত্যু হলেও, নেপথ্যে দায়ী করা হচ্ছে […]