হারুন অর রশিদ:
কিশোরগঞ্জের বাজিতপুরের গিঘিরপাড় এলাকায় গত ২৫ এপ্রিল গরুর মাংস ভাগ করা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে বড় ঝগড়ার সৃষ্টি হয়। এসময় আগরপুরে সামাধানটিভি২৪.কম এর ভ্রাম্যমান প্রতিনিািধ হারুন অর রশিদ পেশাগত কাজে থাকা অবস্থায় এই ঝগড়ার সংবাদ পেলে সেখানে ছুটে যান সংবাদ সংগ্রহের জন্য। সেখানে গিয়ে দেখেন এক পক্ষ অন্য পক্ষের কলাবাগান কেটে ধ্বংস করে ফেলছে। সেই চিত্র ভিডিও চিত্র ক্যামেরায় ধারন করতে গেলে সুজন, মুঞ্জিল ও হাবিব গং এর লোকজন তার উপরও হামলা চালিয়ে সাথে থাকা ক্যামেরা ও টাকা পয়সা কেড়ে নেয় এবং তাকে বল্লম দিয়ে চোখের উপর মারাত্মক জখম করে। এসময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বাজিতপুর উপজেলা স্বাস্থ্যকম্পেøক্সে নিয়ে যান, সেখানে দায়িত্বরত ডাক্তার তার চিকিৎসা করেন। এব্যাপারে হারুন অর রশিদ বাদী হয়ে বাজিতপুর থানায় একটি অভিযোগ দাখিল করেন। কিন্তু রহস্যজনক কারনে মালমা এফআইআর হচ্ছেনা। অপরদিকে সংবাদ পেয়ে বাজিতপুর থানা পুলিশ ঘটনা স্থলে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চলে আসলে, সুজন, মুঞ্জিল ও হাবিব গং এর লোকজন আবারও হামলা চালায় প্রতিপক্ষের উপর। হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি করে। এব্যাপারে নবী হোসেন বাদী হয়ে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেন। মাললা নং-৭, তারিখ ২৭/০৪/২০২০খ্রি.