জয়নাল আবেদীন রিটন,বিশেষ প্রতিনিধি:
প্রখ্যাত লেখক ও গবেষক সহকারি অধ্যাপক মোঃ শহীদুল্লাহর ৭৪ তম রচিত গ্রন্থকুটির থেকে প্রকাশিত গ্রামীণ ও শহর উন্নয়ন গ্রন্থটি ভৈরব শহরের চন্ডিবের গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী এম.এ রশিদের নামে উৎসর্গ করা হয়েছে । পরে আজ শুক্রবার সকালে মরহুম এম.এ রশিদের কনিষ্ট পুত্র ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকীর পলতাকান্দা বাসভবনে মাহিন সিদ্দিকীর হতে বইটি আনুষ্ঠানিক ভাবে তুলে দেন লেখক মোঃ শহীদুল্লাহ । এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আরেফিন জালাল রাজিব, ভৈরব শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি ইফতেখার হোসেন বেণু, বিশিষ্ট সমাজসেবক ও নরসিংদী সরকারি কলেজের সাবেক প্রফেসর মুজিবুর রহমান, হাজি আসমত গার্লস স্কুল এন্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট নাট্য অভিনেতা সাঈদুর রহমান বাবলু ,জিটিভি ও ভোরের ডাক পত্রিকার ভৈরব প্রতিনিধি ও দৈনিক আজকের সারাদিন পত্রিকার বার্তাসম্পাদক এম.এ হালিম ও সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকীর সহধর্মিণী পাপিয়া সিদ্দিকী ।