লায়ন মুহাম্মদ কামাল হোসেন: লায়ন্স ক্লাব অব নাসির নগর, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫,বি-১বাংলাদেশ এর উদ্যোগে আজ ২০/০৬/২০১৮ইং রোজ – বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামে গাছের চারা ও গরীব,অসহায়,দুঃস্থ পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশ পিসিসি ফোরামের চেয়ারম্যান লায়ন মোঃ নুরুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসি লায়ন মোহাম্মদ ফারুক এমজেএফ,আইপিডিজি লায়ন মোস্তফা কামাল এমজেএফ,সেকেন্ড ভিডিজি(ইলেক্ট) লায়ন দেওয়ান নাসিরুল হক এমজেএফ,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ড. নুরুজ্জোহা,রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ডাঃ বুলবুল আহমেদ ,আরসি হেডকোয়াটার্স লায়ন তোফাজ্জল আহমেদ, লায়ন মাহবুবুর রহমান( এ এসপি), ভৈরব বেইলী গার্ডেনের সাধারণ সম্পাদক লায়ন শামীম আহমেদ, লায়ন্স ক্লাব অব নাসিরনগর এর সাধারণ সম্পাদক ও ক্যাবিনেট মেম্বার লায়ন মুহাম্মদ কামাল হোসেন,লিও ক্লাব অব বেইলী গার্ডেন ভৈরব এর সভাপতি মোঃ আকরাম,লিও মামুন সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে ৫০০টি গাছের চারা ও ১০ টি হুইল চেয়ার বিতরণ করা হয় । উপরোক্ত আয়োজনের সভাপতিত্ব করেন লায়ন সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান, সভাপতি লায়ন্স ক্লাব অব নাসিরনগর, জেলা-৩১৫,বি-১, বাংলাদেশ।
Related Articles
ভৈরবে বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ এর নির্বাচন সম্পূর্ণ
মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ ভৈরবে ৪ দশকের ঐতিহ্যে, সংস্কৃতির ধারক ও বাহক, সংগঠনের আতুর ঘর খ্যাত ছাত্র সংগঠন- “বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ভৈরব”-এর ৩য় প্রত্যক্ষ “২০২২-২৩ পরিষদ নির্বাচন ” সফলভাবে পরিচালিতহয়।ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব এর আসন্ন ২০২২-২০২৩ কার্যকরী পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী দুজন হল নাসার মাহমুদ জাহিন ১ নং ব্যালেট (আওয়ামীলীগ) প্রতিদ্বন্দ্বী […]
জামের অনেক গুণ
এ.আর. মুশফিক : দেখতে কালো বা বেগুণী রঙয়ের হালকা মিষ্টি-টক স্বাদের এক দেশীয় ফল জাম। বাজারে খুব কমই পাওয়া যায় ইদানিং। মৌসুমী এই ফলের আছে নানা উপকারিতা। আপনি কেন এই ফল খাবেন? জানি চলুন- * জাম রক্ত পরিশোধন করে। এতে প্রচুর আয়রন থাকে বলে রক্তের হিমোগ্লোবিন শরীরের সব জায়গায় পৌঁছে দেয়। * প্রচুর ভিটামিন এ, […]
ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড: গেজেট প্রকাশ
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের গেজেট প্রকাশ করেছে সরকার। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে এ গেজেট প্রকাশ করা হয়। এর আগে আজ সকালে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন অধ্যাদেশে […]