বেলাব প্রতিনিধি, নরসিংদী: বেলাব উপজেলার লাখপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র বিজয় মিয়া (১৫) আজ দুপুরে প্রথম সেমিষ্টার পরিক্ষায় অংশ গ্রহন করলে লাখপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজল হোসেন কাজল ,পরিক্ষা হলে গিয়ে কেচি নিয়ে ছাত্রের চুল কেটে দেয় । পরিক্ষা চলাকালীন সময় উক্ত রুমে ছাত্র বিজয় মিয়ার বন্ধু-বান্ধবীর সামনে এ লজ্জা সহ্য করতে না পেরে তাৎক্ষনিক বিজয় বাড়ি চলে আসে ,এবং ঘরের দরজা লাগিয়ে দিয়ে আত্নহত্যার চেষ্টা করে। ঘরের দরজা বন্ধ দেখে বড় বোন ডাকে দিলে সাড়া দেয়না বিজয় মিয়া ,পরে প্রতিবেশীদের সাহায্য নিয়ে বিজয়কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বেলাব সদর হাসপাতালে নিয়ে যায় । কর্তব্যরত ডাক্তার বিজয় মিয়ার চিৎকিসা করে তাকে ভর্তি করেন ,ও জানায় অতিরিক্ত ড্রাগ পয়েজন গ্রহনের কারনে জ্ঞান হারিয়ে ফেলেছে বিজয় খবর পেয়ে নব নির্বাচিত বেলাব উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূইয়া (রিটন) বিজয় মিয়াকে দেখতে হাসপাতেল ছুটে যান। বিজয়ের মা বলেন ঃ-আমার ছেলে গতকাল ও পরিক্ষা দিয়েছে আমি পরিক্ষার ফি দিলাম তখন ও স্যার আমাকে কিছু বলেনি। পাঁচ বছর হলো ছেলে লাখপুর উচ্চ বিদ্যালয়ে পড়ে কোনদিন কোন বিচার ও আসেনী ।আমার ছেলে মেধাবী ছাত্র যার রোল নং (৫) চুল যদি বড় হয়ে থাকে স্যার অফিস রুমে ডেকে নিয়ে কাটলে হয়তো আমার ছেলে আত্নহত্যার চেষ্টা করতোনা। আমার ছেলের জন্য দোয়া করবেন ওর জীবনটা যেন বেচে যায় বলে বিলাপ করছিলো। জানাযায় প্রধান শিক্ষক আফজাল হোসেন কাজল অনেক ছাত্রকে ধরে ধরে আগেও চুল কেটেছে ।
Related Articles
ভৈরবে ৩য় দিনে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য তেল,ডাল চিনি বিক্রি
রফিকুল ইসলাম রুবেল, ভৈরব প্রতিনিধি: দ্রব্যমূল্যের লাগামটেনে ধরতে আজ মঙ্গলবার ভৈরবে সরকারের ভর্তুকি মূল্যে করোনাকালে টিসিবির পণ্য সয়াবিন তেল,মশুর ডাল ও চিনি বিক্রি করা হয়েছে । দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখতে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে । আজ বেলা সাড়ে ১১ টায় ভৈরবপৌর সভা চত্বরে ভৈরব বাজার ২নং ওয়াডের ৪শ ২৫ জন কার্ডধারীদেও মাঝে এ পণ্য বিক্রি […]
ভৈরবে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা
সমাধান ডস্ক: ভৈরবে ইদ্রিছ মিয়া নামে এক জনকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। সোমবার (২৩ জুলাই) সকালে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহর চর বধ্যভূমি এলাকার রাস্তার পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইদ্রিছ মিয়া শিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত জুলমত আলীর ছেলে। নিহতের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে ভৈরব থানার পুলিশ । […]
ভৈরব চেম্বারের নির্বাচনে সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি মোশারফ ও সহ-সভাপতি জাবেদ নির্বাচিত
সোহেল উর রহমান , ভৈরব প্রতিনিধি : আজ শনিবার উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবশে অনুষ্ঠিত হয়েছে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন। ওই নির্বাচনে আলহাজ্ব হুমায়ুন কবির ৫৮০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদন্দ্বী বর্তমান সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন পায় ৫৭৩ ভোট। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ্ব মোশারফ হোসেন […]