কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে শহীদনগর পর্যন্ত ঢাকামুখী সড়কে অন্তত ৫ কিলোমিটার যানজট রয়েছে।
শনিবার ভোররাত থেকে এ জটের সৃষ্টি হয়। প্রচণ্ড গরমে যানজটে পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার যাত্রী।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে। সে কারণে আজ সড়কে পণ্যবাহী গাড়ির বেশ চাপ রয়েছে। আজকের এ যানজট যানবাহনের অতিরিক্ত চাপের কারণে সৃষ্টি হয়েছে।
তবে বেলা বাড়ার সাথে সাথে যানজট কিছুটা কমে যেতে পারে বলে জানান তিনি। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ ২৪ ঘণ্টা কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।