এমনিতেই মদিনায় পবিত্র মসজিদে নববীতে থাকে মানুষের ঢল। তার ওপর এখন পবিত্র রমজান। তাই প্রতিক্ষণ সেখানে ভিড় লেগে আছে লাখো মুসল্লির। এ মসজিদের ভিতরেই শায়িত আছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (স.)। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত তাকে দরুদ ও সালাম পেশ করতে ছুটে যান লাখ লাখ মুসলিম। এখন পবিত্র রমজান চলছে।
এ সময়ে সেখানে যেন ঢল নেমেছে তাদের। এত্ত মানুষের ইফতার সরবরাহ ও নামাজ আদায়ের ব্যবস্থা করে দিতে ব্যবস্থা নিয়েছে আল মসজিদে নববী বিষয়ক মহাপরিচালক বা ডিরেক্টরেট। সৌদি প্রেস এজেন্সি বলছে, রমজান মাসে পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় সে জন্য বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে। এ জন্য নামাজের সময়গুলোতে মুসল্লিদের নামাজের স্থান সংকুলান করে দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছে ডিরেক্টরেট। এ ছাড়া সেখানে ইফতারের সময় ভিতরে ও বাইরে সবাই যাতে ইফতার পান তা নজরদারি করা হচ্ছে। পানি সরবরাহও বাড়ানো হয়েছে। শান্তিতে এবং শ্রদ্ধাপূর্ণ পরিবেশে যাতে প্রার্থনাকারীরা প্রার্থনা করতে পারেন এ জন্য সার্বক্ষণিক পরিষ্কার করা হচ্ছে। কাজ করছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা।