মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ
ভৈরব সেলস অফিসের উদ্যোগে আয়োজিত জান্নাত রিসোর্টে দ্বিতীয় তলায় আজ শুক্রবার সকাল ১১ টায় আলফা ইসলামী লাইফ ইনসুরেন্সের সেলিব্রেশন প্রগ্রোম ও ম্যানেজার মিটিং অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সম্প্রতি আই ডি আর কর্তৃক এম ডি নিয়োগ দেওয়ায় কোম্পানির সম্মানিত সি ই ও মহোদয় নুরে আলম সিদ্দিকী অভি কে ভৈরব সেলস অফিসও নরসিংদী সেলস অফিসের পক্ষ থেকে অভিনন্দন ও সম্মাননা দেওয়া হয়েছে। প্রধান অতিথি নুরে আলম সিদ্দিকী অভি ও বিশেষ অতিথি জনাব সাজেদুল বারী ডি এম ডি ট্রেনিং । বিশেষ অতিথি আবদুল মমিন ভূইয়া এস এম। সভাপতি ফারুক হোসেন এ এস এম উপস্থিত ছিলেন। ভৈরব, কিশোর গন্জ, নরসিংদী, আখাউড়া ব্রাঞ্চ অফিস সহ পয়তাল্লিশ জন ম্যানেজার উপস্থিত ছিলেন। কোম্পানির সু যোগ্য সি ই ও নুরে আলম সিদ্দিকী অভি বক্তব্যবে আলফা লাইফের ডিজিটাল সেবাও গ্রাহকদের আমানত সুরক্ষার জন্য আহবান জানান। তিনি বলেন আলফা ইসলামী লাইফ ইনসুরেন্সের সুবিধা গ্রামে গন্জে পৌঁছে গেছে। আমাদের প্রতিশ্রুতি রক্ষায় আমরা বদ্ধ পরিকর।নিদিষ্ট সময়ে দাবি পরিশোধ, এস বি,সাতদিনে মরনোওর দাবী পরিশোধে আমরা গ্রাহকদের সাথে শত ভাগ প্রতি শ্রুতি রক্ষা করে চলছি। বাংলাদেশে আলফা হবে নাম্বার ওয়ান কোম্পানি। তিনি কর্মীদের সতর্ক করে বলেন আলফার পলিসি হোল্ডার কে আমি শতভাগ বেশি ভাল বাসি। তাদের আমানত সুরক্ষা করা আমার নৈতিক দ্বায়িত্ব। দূর্নীতিতে জিরো টলারেন্স। আমি কোন অনিয়ম সহ্য করব না।আপনারা সততা ও পরিশ্রম করে এগিয়ে যান আলফা একটা ব্রান্ডের নাম। তিনি ভৈরব সেলস অফিসের কর্ম কর্তাদের উদ্দেশ্য বলেন লক্ষ্য মাএা অর্জন করুন। অতি শীঘ্রই আইটি চলে আসবে ইনশাআল্লাহ ডি এম ডি ট্রেনিং সাজেদুল বারী এর মনোমুগ্ধকর কথায় কর্মীরা ছিল প্রানবন্ত। মাননীয় সি ই ও কে ফুলেল শুভেচছা ও কেক কেটে অভিবাদন জানায় সকল ম্যানেজার গন। উক্ত অনুষ্ঠানে ইউনিট ম্যানেজার শিমু ভাল বিজনেস করায় পুরস্কার তুলে দেন সি ই ও । মিটিং শেষ করে, জান্নাত রিসোর্টে লাঞ্চ করেন সকল ম্যানেজার গন সহ উপস্থিত সকল কর্ম কর্তাদের নিয়ে। সবাই উজ্জীবিত হয়ে জুন ক্লোজিং সফল করতে আহবান জানান এ এস এম ফারুক হোসেন। তিনি সকল কর্মীদের প্রতি আহ্বান জানান অতিতের সকল রেকর্ড ছাড়িয়ে জুন ক্লোজিং হউক সেরা মাস। সবাই ধন্যবাদ জানিয়ে মিটিং সমাপ্ত ঘোষণা করেন সভাপতি।