ক্রীড়া ডেস্ক : পিএসজি ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নেইমার। লিগ ওয়ানের ক্লাবটির হয়ে আরো শিরোপা জিততে চান ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড।
প্রাক্তন বার্সেলোনা ফরোয়ার্ড নেইমার আবার স্পেনে ফিরতে পারেন বলে গুঞ্জন চলছে গত মৌসুম শেষ হওয়ার পর থেকেই। জুভেন্টাসে পাড়ি জমানো ক্রিস্টিয়ানো রোনালদোর শূন্যস্থান পূরণে রিয়াল মাদ্রিদ নেইমারকে দলে টানতে পারে বলেও শোনা যাচ্ছে।
রিয়াল মাদ্রিদ অবশ্য এরই মধ্যে জানিয়ে দিয়েছে, নেইমারকে দলে ভেড়ানোর কোনো ইচ্ছাই এখন তাদের নেই। এবার নেইমার নিজেই জানালেন, পিএসজি ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি।
নেইমার ফক্স স্পোর্টসকে বলেছেন, ‘আমি থাকছি। পিএসজির সঙ্গে আমার চুক্তি আছে এবং চ্যালেঞ্জ, নতুন কিছু অর্জন, আরো বড় লক্ষ্যের জন্য আমি এখানে থাকাটা বেছে নিয়েছি।’
নিজের মত পরিবর্তন করবেন না বলেই জানালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, ‘এই ব্যাপারে আমি আমার মত পরিবর্তন করব না। আশা করি, আমরা সফল একটা মৌসুম কাটাতে পারব, নতুন শিরোপাও জিততে পারব।’
সংবাদমাধ্যমকেও ধুয়ে দিলেন নেইমার, ‘সংবাদমাধ্যম গুজব সৃষ্টি করাটা উপভোগ করে। তবে সবাই জানে, পিএসজিকে আমি কতটা পছন্দ করি।’
বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা নেইমারের ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপেরও রিয়ালে যাওয়ার গুঞ্জন চলছে। ফরাসি স্ট্রাইকারকে নিয়ে নেইমার বলেছেন, ‘ও অসাধারণ, দারুণ একজন খেলোয়াড়। আমি ওর সঙ্গে থাকি। ওর কতটা গুন আছে আমরা তা জানি। বিশ্বকাপ জেতায় আমি ওর জন্য খুব খুশি।’
‘আমার বিশ্বাস, ও আগামী কয়েক বছর (বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হতে) লড়াই করবে। ওর সঙ্গে আবার দেখা হওয়াটা দারুণ হবে। প্রতিদিনই আমাদের মধ্যে কথা হয়, বিশ্বকাপ চলাকালেও হয়েছে’- যোগ করেন নেইমার।