জাতীয়

সেবামূলক কর্মকাণ্ড বাস্তবায়নে ডিসিদের প্রতি তাগিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকারের সেবামূলক কর্মকাণ্ড বাস্তবায়নে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা হচ্ছেন সরকারের প্রতিনিধি, তারা মাঠ পর্যায়ে থেকে পলিটিক্যাল গভর্নমেন্টের চিন্তা-সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে থাকে। তাদের এই কথাটি স্মরণ করিয়ে দিয়েছি আমরা। আমাদের যে কমিটমেন্টগুলো মানুষের কাছে আছে, বিশেষত স্বাস্থ্য সেবা ক্ষেত্রে, কমিটমেন্টগুলো বাস্তবায়নের জন্য তারা যথাযথ পদক্ষেপ নেবেন।

তিনি বলেন, জেলা প্রশাসকরা স্বাস্থ্য খাতে মাঠ পর্যায়ে অনেক ভূমিকা পালন করে থাকেন। আমরা বলেছি, আপনাদের সমস্যা থাকলে আমরা অ্যাড্রেস করব, কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা চাই।’

সরকারের শেষ বছর, সেদিক থেকে এবারের ডিসি সম্মেলনের আলাদা গুরুত্ব আছে কি না, জানতে চাইলে মোহাম্মদ নাসিম বলেন, ‘নিশ্চয়ই আছে। যেহেতু নির্বাচনী বছর, আমাদের অনেকগুলো প্রকল্প বাস্তবায়নের জন্য চূড়ান্ত সময় এসে গেছে। যেগুলো বাকি আছে, সেগুলো বাস্তবায়নের জন্য তাদের দরকার।’

তিনি বলেন, ‘দে আর দ্য লিডার, মাঠ পর্যায়ে তারা আমাদের নেতৃত্বে দেন অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য। সেজন্য তাদের বলেছি, অন্তত নির্বাচনের বছরে আপনারা নিষ্ঠার সঙ্গে আমাদের দেওয়া নির্দেশগুলো বাস্তবায়নে আপনারা সহযোগিতা করবেন।’

‘কোন হাসপাতালে হয়তো ডাক্তার সঙ্কট আছে, কোথাও অবকাঠামো সমস্যা আছে, তারা সেগুলো নিয়ে কথা বলেছেন। তারা বলেছেন, কমিউনিটি ক্লিনিক নিয়ে মানুষ অত্যন্ত আগ্রহী, কমিউনিটি ক্লিনিকের সার্ভিসে মানুষ অত্যন্ত সন্তুষ্ট। সরকারও শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে মানুষের মুখে হাসি ফোটাতে চায়,’ বলেন মোহাম্মদ নাসিম। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *