আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের পার্বত্য অঞ্চলে একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ঐতিহাসিক বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে বিমানটি উড্ডয়ন করেছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, জাঙ্কার জেইউ-৫২ এইচবি-হট বিমানটিতে ১৭ জন যাত্রী এবং তিনজন ক্রু ছিল। স্থানীয় সময় শনিবার বিকেলে এটি উড্ডয়ন করেছিল।
রোববার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, নিহত যাত্রীদের বয়স ৪২ থেকে ৮৪ এর মধ্যে ছিল। একজন ছাড়া তারা সবাই ছিল পরস্পরের আত্মীয়।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানটি দক্ষিণে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছিল এবং ওপর থেকে পাথর পড়ার মতোই নিচে পড়ে বিধ্বস্ত হয়।
পুলিশ জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৫৪০ মিটার উঁচু আল্পস পার্বত্য অঞ্চলের একটি পাহাড়ের পাশে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।