মো: খোরশেদ আলম আল আমিন, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের ভৈরবে সমাধান টিভি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কিশোরগঞ্জ – নরসিংদী – ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখা ও সাপ্তাহিক প্রমান চিত্র পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ১৯ রমজান ৩০ মার্চ শনিবার শহরের দূর্জয় মোড়স্থ সমাধান টিভির অফিসে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে ভৈরব রেলওয়ে স্টেশন ও পৌর কবরস্থানে অসহায় সুবিধাবঞ্চিত দেড় শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সমাধান টিভির চেয়ারম্যান, সাপ্তাহিক প্রমান চিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কিশোরগঞ্জ – নরসিংদী – ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার সভাপতি মো: আব্দুল লতিফ RPC `র সভাপতিত্বে সাংবাদিক এসোসিয়েশন ভৈরব উপজেলা শাখার আজীবন সদস্য মোঃ ফখরুল আলম রতন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশন এর উপদেষ্টা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ আয়ূব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক প্রমাণ চিত্র এর বার্তা সম্পাদক ও সমাধান টিভির পরিচালক মো: বরকত উল্লাহ, আসক ফাউন্ডেশন জোনাল শাখার সিনিয়র সহ সভাপতি মো: দেলোয়ার হোসেন সুজন, কিশোরগঞ্জ জেলা জজকোর্টের আইনজীবী মো: জসিম উদ্দিন, আসক ফাউন্ডেশন জোনাল শাখার যুগ্ম সম্পাদক হাজী রাগীব আহসান, মো: হানিফ মিয়া, মো: সোহেল মিয়া, শফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ও সাপ্তাহিক প্রমাণ চিত্রের প্রচার সম্পাদক মো: জামাল মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বপন মাহমুদ দূর্জয়, সাপ্তাহিক প্রমাণ চিত্রের যুগ্ম ব্যবস্থাপনা সম্পাদক মো: রাশেদুজ্জামান রাসেল, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: লোকমান হোসেন, রেনেসাঁ অভিনয় শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম ভৈরবী, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শারফিন আলম, আল আরাফা ইসলামী এজেন্ট ব্যাংক ভৈরব শাখার কর্মকতা মো: জিয়াউর রহমান, অধ্যক্ষ দীলিপ সাহা, কবি ছিদ্দিকুর রহমান, প্রমান চিত্রের ভ্রাম্যমাণ প্রতিনিধি অধ্যক্ষ এনায়েত আহমেদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সোহবার উদ্দিন জনি, আসক ফাউন্ডেশনের সদস্য মো: বিল্লাল মিয়া প্রমুর্খ। সার্বিকভাবে পরিচালনা করেন সাপ্তাহিক প্রমাণ চিত্রের মফস্বল সম্পাদক ও আসক ফাউন্ডেশন জোনাল শাখার দপ্তর সম্পাদক মো: রফিকুল ইসলাম রুবেল।
এসময় দেশ ও জাতির কল্যাণও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।