রাজনীতি

সকল সম্পত্তি ট্রাস্টিভুক্ত করলেন হুসাইন মোহাম্মদ এরশাদ

সিনিয়র প্রতিবেদক: স্থাবর-অস্থাবর সব সম্পত্তি ট্রাস্টিভুক্ত করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে গুলশান রেজিস্ট্রি অফিসের লোকজন কমিশন করে এরশাদের সব সহায় সম্পত্তি ট্রস্টিভুক্তির মাধ্যমে রেজিস্ট্রেশন কাজ সম্পাদন করেন।

এরশাদের ঘনিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এরশাদের সহায় সম্পত্তি পরিচালনার জন্য এরশাদসহ পাঁচ জনকে ট্রাস্টির দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত বাকিরা হলেন-এরিক এরশাদ, খালেদ আখতার, এরশাদের চাচাত ভাই মুকুল ও ব্যক্তিগত স্টাফ জাহাঙ্গীর।

এরশাদের স্থাবর অস্থাবর সহায় সম্পতির মধ্যে রয়েছে রংপুরের বাড়ি, রংপুরের কোল্ড স্টোরেজ, প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাট, গুলশানের দুটি ফ্ল্যাট, প্রায় দশ কোটি টাকার ব্যাংক  এফডিআরসহ প্রায় ৬০ কোটি টাকার সম্পত্তি।

এরশাদের সম্পত্তির এই ট্রাস্টিতে রাখা হয়নি স্ত্রী রওশন এরশাদ, ছোট ভাই জি এম কাদের, ছেলে সাদ এরশাদসহ ঘনিষ্ট আত্মীয়-স্বজনদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *