আলমঙ্গীর হোসেন, শ্রীমঙ্গল প্রতিনিধি: গত ০৯-১১-১৮ইং রোজ শুত্রু বার শ্রীমঙ্গল,ভূণবীর ইউনিয়নের পশ্চিম লইয়ার কুল ৭নং ওয়ার্ডের মোঃ ফরিদ মিয়া,পার্শ্বভর্তি গ্রামের মোঃ রিয়াজ মিয়ার কাছে ৩০০০০ হাজার টাকা হাওলাত ভাবত পাওনা হয়। উক্ত টাকা আদায় না করতে পারায় ইউপি সদস্য ৭নং ওর্য়াড মোঃ নিয়াজ ইকবাল মাসুদ সাহেবের কাছে বিচার প্রার্থী হয়। কিন্তু মেম্বার ফরিদ মিয়াকে প্রস্তাব করেন যে,৩০০০০হাজার টাকা আদায় করে দিলে তাকে ১০০০০ হাজার টাকা দিতে হবে। এপ্রস্তাবে ফরিদ মিয়া নারাজ হয় এবং মেম্বারের কাছ থেকে চলে আসে। ঘঠনার তারিখে মেম্বার এবং বিবাদী মোঃ রিয়াজ মিয়া এক সাথে সাতগাওঁ বাজারে মেম্বারের দোকানের সামনে দাড়ানো দেখে ফরিদ মিয়া তার পাওনা টাকা চাইলে মেম্বার সাহেব বিষয়টি সামাধান করে দিবে বলিয়া ফরিদ মিয়া কে বলেন। এতে ফরিদ মিয়া নারাজ হয়। ফলে মেম্বারের সাথে এক পর্যায়ে তর্কাতর্কির সৃষ্টি হয়। তারপর মেম্বার তার দোকান থেকে ডেগার আনিয়া ফরিদ মিয়াকে পিছন দিকে আগাত করেন এবং ফরিদ মিয়ার সাথে তাকা তাজুল ইসলাম, মেম্বার কে আটকাতে গেলে মেম্বার সাহেব তাকেও তার সঙ্গী বলিয়া ডেগার দিয়া আহত করে। বর্তমানে আহত দুই যুবকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যপারে শ্রীমঙ্গল থানার আফিসার্স ইসচার্জ নজরুল ইসলামের সাথে কথা বললে, তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেণ বলে আস্বাস দেন।
Related Articles
কুলিয়ারচরের সালুয়ায় সন্ত্রাসী কায়দায় ভুমি দখলের পায়তারা
জসিম উদ্দিন: কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার সালুয়া ইউনিয়নের দ:সালুয়া গ্রামের কেনু মিয়ার জমি অনেক দিন যাবৎ জোরপূর্বক দখল করার পায়াতারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিয্ক্তুরা হলেন আঃ আউয়াল, মশু মিয়া, দুলাল মিয়া, বশির মিয়া, রহিম মিয়া গংরা কেনু মিয়ার সম্পত্তি জোরপূর্বক দখল করার পায়তারা করছে এবং সন্ত্রাসী কায়দায় ঘরবাড়ি ভাংচুর করে লুটপাট করে নিয়ে […]
ভৈরব থানায় বৃদ্ধ পিতার অভিযোগ ছেলে দ্বীন ইসলামের বিরুদ্ধে
মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ ভৈরবে বৃদ্ধ পিতার নানান অভিযোগ ছেলের জালায় অতিষ্ঠ। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুল কান্দি ইউনিয়নের রাজনগর গ্রামের মোঃ শুক্কুর ভান্ডারী নামে এক বৃদ্ধা তার নিজ বাড়িতে থাকতে দিচ্ছে না তার নিজ সন্তান মোঃ দ্বীন ইসলাম মিয়া (৫০) গালাগালি করে এবং বাড়িতে থাকতে পারবে না বলেন। বরণ পোষন করেন না।কয়েক […]
ভৈরবে চাচার ইটের আঘাতে ভাতিজা নিহত
মো: আশরাফ আলী বাবু ,চীফ রিপোর্ট : কিশোরগঞ্জের ভৈরবে চাচার ছুঁড়ে মারা ইটের আঘাতে আব্দুল হামিদ (৫০) নামে এক ভাতিজা আহত হলে চিকিৎসাধীন থাকা অবস্থায় ঘটনার এক সপ্তাহ পর আজ ২৫ জুলাই, বুধবার মৃত্যুবরণ করেন। ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত ১৮ জুলাই বুধবার সকালে রসুলপুর গ্রামে গাছ লাগানোকে […]