আলমঙ্গীর হোসেন, শ্রীমঙ্গল প্রতিনিধি: গত ০৯-১১-১৮ইং রোজ শুত্রু বার শ্রীমঙ্গল,ভূণবীর ইউনিয়নের পশ্চিম লইয়ার কুল ৭নং ওয়ার্ডের মোঃ ফরিদ মিয়া,পার্শ্বভর্তি গ্রামের মোঃ রিয়াজ মিয়ার কাছে ৩০০০০ হাজার টাকা হাওলাত ভাবত পাওনা হয়। উক্ত টাকা আদায় না করতে পারায় ইউপি সদস্য ৭নং ওর্য়াড মোঃ নিয়াজ ইকবাল মাসুদ সাহেবের কাছে বিচার প্রার্থী হয়। কিন্তু মেম্বার ফরিদ মিয়াকে প্রস্তাব করেন যে,৩০০০০হাজার টাকা আদায় করে দিলে তাকে ১০০০০ হাজার টাকা দিতে হবে। এপ্রস্তাবে ফরিদ মিয়া নারাজ হয় এবং মেম্বারের কাছ থেকে চলে আসে। ঘঠনার তারিখে মেম্বার এবং বিবাদী মোঃ রিয়াজ মিয়া এক সাথে সাতগাওঁ বাজারে মেম্বারের দোকানের সামনে দাড়ানো দেখে ফরিদ মিয়া তার পাওনা টাকা চাইলে মেম্বার সাহেব বিষয়টি সামাধান করে দিবে বলিয়া ফরিদ মিয়া কে বলেন। এতে ফরিদ মিয়া নারাজ হয়। ফলে মেম্বারের সাথে এক পর্যায়ে তর্কাতর্কির সৃষ্টি হয়। তারপর মেম্বার তার দোকান থেকে ডেগার আনিয়া ফরিদ মিয়াকে পিছন দিকে আগাত করেন এবং ফরিদ মিয়ার সাথে তাকা তাজুল ইসলাম, মেম্বার কে আটকাতে গেলে মেম্বার সাহেব তাকেও তার সঙ্গী বলিয়া ডেগার দিয়া আহত করে। বর্তমানে আহত দুই যুবকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যপারে শ্রীমঙ্গল থানার আফিসার্স ইসচার্জ নজরুল ইসলামের সাথে কথা বললে, তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেণ বলে আস্বাস দেন।
Related Articles
লালবাগে ২৩জন গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্):ডিএমপি লালবাগ থানার অফিসার ইনচার্জ কে.এম আসরাফ উদ্দিনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন পি.পি.এম এর সার্বিক সহযোগীতায় পুলিশ পরিদর্শক অপারেশন মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা, এস.আই মোঃ মাসুদুর রহমান, এস.আই মোঃ সরোয়ার হোসেন এস.আই কৃষ্ণ চন্দ্র মিত্র, এ.এস.আই মোঃ বাবুল হোসেন ও এ.এস.আই মোঃ শহিদুল ইসলাম সহ থানার সংশ্লিষ্ট অফিসার ও […]
ভৈরবে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক বিক্রেতা নিহত
ভৈরবে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। ৬জুন দিবাগত বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ২টার দিকে পৌর এলাকার গাছতলাঘাট ব্রীজের নিকট এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহত মাদক বিক্রেতার নাম মো: হেলিম মিয়া (৩৮)। সে পৌর শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকার মৃত আবু সাঈদ মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার গাছতলাঘাট ব্রীজের নিকট […]
ভৈরবে ৩ সাংবাদিকসহ বিএনপি’র ২শ নেতাকর্মীর বিরুদ্ধে যুবলীগের মামলা
মোঃশাহনূর, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবের স্থানীয় তিন সাংবাদিকসহ বিএনপি’র ২’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে যুবলীগ। গত ১৮ নভেম্বর সন্ধ্যায় শহরের চন্ডিবের গ্রামে যুবলীগ কর্মীদের মারধর ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগে এনে গত ২৩ নভেম্বর শুক্রবার পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন বাদী হয়ে ভৈরব থানায় এ মামলাটি করেন। মামলা নং-৩৩। জানাযায়, মামলায় ভৈরব পৌর বিএনপির সভাপতি […]